বাংলাহান্ট ডেস্ক : বেতন ছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের সার্ভিস বুকে উল্লেখ করা থাকে নানা সুযোগ সুবিধার কথা। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী এই ধরনের সুবিধা পাওয়ার জন্য আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। এই নিয়মের অংশ অনুযায়ী, এবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আধার লিংক সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হল।
বর্তমানে আধার কার্ড প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। কেন্দ্রীয় সরকার স্বচ্ছতা আনার জন্য প্রত্যেকটি নথির সাথে আধার কার্ড সংযুক্তকরণ বাধ্যতামূলক করেছে। স্কুল-কলেজ থেকে শুরু করে চাকরি, অথবা অন্য সরকারি পরিষেবা পাওয়ার জন্য আধার কার্ড বাধ্যতামূলক।
আরোও পড়ুন : ডেবিট, ক্রেডিট কার্ডের লেনদেনে আসছে বিরাট বদল! বড় ঘোষণা RBI-র, জানুন কী বদলাচ্ছে
কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই আধার কার্ডের সাথে বাধ্যতামূলক করা হয়েছে রেশন কার্ড (Ration Card), প্যান কার্ড (PAN Card), ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account) এর সংযুক্তিকরণ। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মী অথবা পেনশনভোগীদের অবশ্যই লিংক করাতে হবে আধার নম্বর।
আরোও পড়ুন : লজ্জিত কৌশিক সেন, বিস্ফোরক অভিযোগ চন্দন সেনের! কামদুনির রায় নিয়ে কী বলছে টলিউড?
সম্প্রতি এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের পক্ষ থেকে যে হেলথ স্কিমগুলি গত ৫ই অক্টোবর থেকে চালু করা হয়েছে অথবা ভবিষ্যতে চালু করা হবে, সেগুলিতে আধার নম্বর লিঙ্ক করানো বাধ্যতামূলক।
যে সকল সুবিধাভোগীরা এখনো পর্যন্ত হেলথ স্কিমে আধার নম্বর লিঙ্ক করাননি তাদের অবিলম্বে এই কাজ দ্রুত মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যদি হেলথ স্কিমের সাথে আধার নম্বর লিঙ্ক করানো না হয় তাহলে স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন কর্মচারীরা।