কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল প্রার্থী! ফের উত্তপ্ত কেশপুর

বাংলা হান্ট ডেস্কঃ দ্বিতীয় দফার নির্বাচনে নন্দিগ্রামের মতই কেশপুরে দফায় দফায় সংঘর্ষ চলে শাসক-বিরোধী পক্ষের। কেশপুরে বিজেপির প্রার্থী এবং খবর করতে যাওয়া সাংবাদিকের গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। আর এবার কেশপুরের তৃণমূল প্রার্থী শিউলি সাহার পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠলো গেরুয়া শিবিরের বিরুদ্ধে।

বিজেপির কর্মীরা তৃণমূল প্রার্থী শিউলি সাহার পোলিং এজেন্ট হাবিবুর রহমানকে মারধর করেছে বলে অভিযোগ ওঠে। যদিও তৃণমূলের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করে বলা হয় যে, হাবিবুর রহমান বুথে বুথে ঘোরার সময় ওনার উপরে চড়াও হয় বিজেপির কর্মীরা। তাঁকে মারধর করা হয় এবং তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। বিজেপি কর্মীদের মারধরে হাবিবুর রহমান গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

আহত হাবিবুরকে কেশপুর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছে। প্রাপ্ত খবর অনুযায়ী, হাবিবুরের আঘাত অত্যন্ত গুরুতর। পোলিং এজেন্ট হাবিবুর রহমান আক্রান্ত হয়েছেন খবর পেয়েই তড়িঘড়ি কেশপুর গ্রামীণ হাসপাতালে ছুটে যান তৃণমূল প্রার্থী শিউলি সাহা। সেখানে তিনি আহত হাবিবুরকে দেখে কান্নায় ভেঙে পড়েন।


Koushik Dutta

সম্পর্কিত খবর