সোমবারের পর মঙ্গলবার আরও সাতজন পাকিস্তানী ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সোমবার তিনজন পাক ক্রিকেটারের করোনা পজিটিভ হওয়ার কথা জানানো হয়েছিল। ফের মঙ্গলবার আরও সাতজন পাক ক্রিকেটারের করোনা আক্রান্তের কথা জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরপর দু’দিনে মোট দশ জন পাকিস্তানী ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এলো।

সোমবার তিনজন পাকিস্তানী ক্রিকেটার করোনা আক্রান্ত হন। তারা হলেন শাদাব খান, হ্যারিস রউফ এবং হায়দার আলি। মঙ্গলবার ফের নতুন করে সাতজন পাকিস্তানী ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। তারা হলেন মহম্মদ হাফিজ, মহম্মদ রিজওয়ান, ফজর জামান, ওয়াহাব রিয়াদ, ইমরান খান, মহম্মদ হাসনাইন এবং কাশিফ ভাট্টি। এই সাতজন ক্রিকেটার ছাড়াও দলের সাপোর্ট স্টাফ ম্যাসিওর মালাং আলির করোনা ভাইরাস পজিটিভ এসেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সকলকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

IMG 20200624 092557

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত করোনা টেস্ট করা হয় নি ওয়াকার ইউনিস এবং শোয়েব মালিকের। পাকিস্তান ক্রিকেট দল আগামী 28 শে জুন ইংল্যান্ড উড়ে যাবে। সেখানে গিয়ে তিনটি টেস্ট এবং তিনটি টিটোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।


Udayan Biswas

সম্পর্কিত খবর