বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছরের তৃতীয় মাস অর্থাৎ মার্চ (March, 2024) মাসে উপস্থিত হয়েছি আমরা। এদিকে, নতুন মাস এলেই জ্যোতির্বিজ্ঞানীরা থেকে শুরু করে সাধারণ মানুষরাও মহাকাশে কি কি মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে সেই বিষয়ে উন্মুখ হয়ে থাকেন। এমতাবস্থায়, চলতি মাসের একাধিক চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে। Weather.com-এর রিপোর্ট অনুযায়ী, এই মাসে “Devil Comet” (ধূমকেতু) সহ চাঁদ সম্পর্কিত বিভিন্ন ঘটনা ঘটবে।
এমতাবস্থায়, এই মাসটি যাঁদের কাছে টেলিস্কোপ রয়েছে তাঁদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে। কারণ এই সময়ের মধ্যে আকাশ মহাজাগতিক ধূলিকণা থেকে মুক্ত থাকবে। তার মানে নক্ষত্রগুলিকে আরও স্পষ্ট দেখতে পাওয়া যাবে। এদিকে, অ্যাস্টেরয়েড থ্রি জুনো আগামী ৩ মার্চ দৃশ্যমান হবে।
এদিকে, মেসিয়ার ম্যারাথন আগামী ৯ থেকে ১০ মার্চ অনুষ্ঠিত হবে। মহাকাশের ১১০ টিরও বেশি বস্তু মেসিয়ার ক্যাটালগে তালিকাভুক্ত করা হয়েছে। যার মধ্যে অনেকগুলি ছায়াপথ, নেবুলা এবং নক্ষত্রের ক্লাস্টার রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা এই ১১০ টিরও বেশি বিষয়গুলি এক রাতে দেখার চেষ্টা করবেন। আর এই ঘটনাকেই মেসিয়ার ম্যারাথন বলা হয়। ছোট টেলিস্কোপ বা দূরবীন দিয়েও এদের দেখা যায়। এছাড়াও, আগামী ১০ মার্চ সুপার নিউ মুনও দেখা যাবে। সেই সময়ে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে। এই কারণে এর নাম দেওয়া হয়েছে সুপার নিউ মুন।
আরও পড়ুন: বিজেপি নাকি কংগ্রেস? লোকসভা নির্বাচনে কার হয়ে লড়বেন যুবরাজ? অবশেষে জানিয়ে দিলেন মনের কথা
পৃথিবীর কাছাকাছি আসছে ধুমকেতু: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আগামী ২২ মার্চ, আমরা “Devil Comet” দেখতে পারি। এই ধুমকেতু ৭১.২ বছরে সূর্যের চারদিকে ঘোরে। যেটি এখন আবার দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা এটি দেখার জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষা করছেন। এদিকে, সৌরজগতে এই ধূমকেতুর আগমন নতুন নয়। এটি 12P Ponce Brooks নামে পরিচিত। যেটি ১৮১২ সালে ধূমকেতু আবিষ্কারক জিন-লুই পন্স আবিষ্কার করেছিলেন। কিন্তু এটির পর্যবেক্ষণে সময় নির্ধারণের জন্য যথেষ্ট সঠিক ছিল না। যেটি ১৮৮৩ সালে উইলিয়াম ব্রুকস দ্বারা পুনরায় আবিষ্কৃত হয়েছিল।
আরও পড়ুন: ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ শেষ হলেই অবসর নেবেন ভারতের এই দুই তারকা খেলোয়াড়? তুঙ্গে জল্পনা
মার্চ মাসে চন্দ্রগ্রহণ হবে: এদিকে, চলতি মাসের শেষের দিকে অর্থাৎ ২৪ অথবা ২৫ তারিখে একটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ ঘটবে। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম ঘটনা হবে। যেখানে চাঁদের উজ্জ্বলতা কম হবে। এটি ইউরোপ, উত্তর-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে। ভারতে এই গ্রহণ দেখা যাবে না। এছাড়াও, আমরা ২৫ মার্চ ওয়ার্ম মাইক্রোমুন দেখতে পাব। এটি সেই পূর্ণিমা যেটি উত্তর গোলার্ধে কেঁচোর জন্মের জন্য পরিচিত।