আর্থিক ক্ষতির ধাক্কা সামলাতে অস্ট্রেলিয়া সহ একাধিক ক্রিকেট বোর্ড তাকিয়ে রয়েছে বিসিসিআই এর দিকে।

করোনার কারনে এই মুহূর্তে পুরো বিশ্বজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের জন্য বন্ধ রয়েছে সমস্ত ধরনের ক্রিকেট। ক্রিকেট বন্ধ থাকার কারণে এই মুহূর্তে বেশ কয়েকটি ক্রিকেট বোর্ড চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে এর মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের মত বড় বোর্ডও রয়েছে। এমন পরিস্থিতিতে সকল বোর্ডের আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচার জন্য একমাত্র ভরসা হয়ে উঠেছে ভারত। সকলেই জানেন যে ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলে বড় বড় সম্প্রচার সংস্থার সঙ্গে চুক্তি করা যাবে, সেক্ষেত্রে লাভের পরিমান থাকবে বেশি। সেই কারণে ইতিমধ্যেই বিভিন্ন ক্রিকেট বোর্ড গুলি ভারতীয় ক্রিকেট দলের সাথে সিরিজ খেলার জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাদের আবেদন পাঠিয়ে দিয়েছে বিসিসিআই এর কাছে। এছাড়াও ছোট ছোট ক্রিকেট বোর্ড গুলিও আবেদন পাঠাতে শুরু করেছে দিয়েছেন।

এমনিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি টেস্ট সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে এই মুহূর্তে অস্ট্রেলিয়া বোর্ড চাইছে সেই টেস্ট সিরিজ আরো অনেক বড় করে হোক অর্থাৎ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ করার জন্য ইতিমধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে আবেদন করা হয়েছে বিসিসিআইকে। তবে বিসিসিআই এর তরফে এই ব্যাপারে এখনই কিছু জানানো হয়নি, কারণ বিসিসিআই চাইছে সমস্ত দেশের ক্রিকেট বোর্ড গুলিকে সাহায্য করতে। সেই কারণে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিসিসিআই কিছুটা সময় নিয়ে সিদ্ধান্ত জানাবে।

3184985218df307a572a67cd491b90b9e68e83203e075fb09c618d78a220943e7e32f0c6

অপরদিকে আইসিসির তরফে আগামী বৃহস্পতিবার একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই ঠিক হবে এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টিটোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে। সেই কারনে বিসিসিআই এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে। কারন সেই বৈঠকে বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্তের পরই বিসিসিআই তাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। ইতিমধ্যেই ছয়টি দেশ ভারতের সাথে সিরিজ খেলার জন্য মুখিয়ে রয়েছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর