ফের বড় বিপদ! বার্ড ফ্লু-তে আক্রান্ত একের পর এক খামার, ক্রমশ ছড়াচ্ছে সংক্রমণ, ভয়াবহ হচ্ছে পরিস্থিতি

   

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক বছর ধরে সমগ্র বিশ্বজুড়েই একের পর এক সংক্রমণে রীতিমতো জেরবার সবাই। শুধু তাই নয়, ইতিমধ্যেই করোনার (Corona) মতো ভয়াবহ মহামারীও প্রত্যক্ষ করে ফেলেছি আমরা। তবে, এবার উঁকি মারছে নতুন বিপদ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ফের একবার মাথা চাড়া দিয়ে উঠছে বার্ড ফ্লু (Bird Flu)-র আতঙ্ক। মূলত, অস্ট্রেলিয়াতে (Australia) এবার নতুন করে বার্ড ফ্লুর সংক্রমণ পরিলক্ষিত হচ্ছে। ওই মহাদেশের ৮ থেকে ৯ টি খামারে এই সংক্রমণ ইতিমধ্যেই দেখা গেলেও এবার নতুন করে আরও একটি খামারে ছড়িয়ে পড়ল বার্ড ফ্লু।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মেলবোর্নের কাছে আরও একটি হাঁস-মুরগির খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা তথা বার্ড ফ্লু শনাক্ত করা হয়েছে। কয়েকদিন আগেই প্রশাসনের তরফে ওই অঞ্চলের ৮ থেকে ৯ টি খামারে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়ে তথ্য জানানো হয়। এমতাবস্থায়, নতুন করে আরও একটি খামারে সংক্রমণের ঘটনা ঘটায় অস্ট্রেলিয়ায় আপাতত সংক্রমিত খামারের সংখ্যা বেড়ে দাঁড়াল দশে। জানিয়ে রাখি যে, বর্তমানে অস্ট্রেলিয়া বর্তমানে ৩ টি বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা গিয়েছে।

Several farms affected by bird flu, the infection is spreading.

যার মধ্যে ২ টি রয়েছে ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের কাছে। আর অন্যটি হল নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে। এগুলি প্রতিটি ভিন্ন ধরণের হলেও কোনোটিই কিন্তু পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়া পাখি, স্তন্যপায়ী প্রাণী ও মানুষের মধ্যে শনাক্ত হওয়া এইচ৫এন১ ধরণের মতো নয় বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার সরকারের তরফে জানানো হয়েছে যে, আক্রান্ত খামার গুলির পারিপার্শ্বিক অঞ্চলগুলিকে এরই মধ্যেই ঘোষণা করা হয়েছে কোয়ারান্টাইন জোন হিসেবে।

আরও পড়ুন: হু হু করে বাড়ছে শাক সবজির দাম, এবার অ্যাকশনে পশ্চিমবঙ্গ সরকার! নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ

যদিও, কোয়ারান্টাইন জোন হিসেবে ঘোষিত এলাকাতেও নতুন করে সংক্রমণের ঘটনা ঘটছে বলেও জানা গিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মূলত বন্য পাখি থেকেই পোষ্য প্রাণীর শরীরে সংক্রমিত হয় বার্ড ফ্লুর ভাইরাস। অস্ট্রেলিয়ার সরকারি পরিসংখ্যান অনুসারে, ১৯৭৬ সাল থেকে সর্বশেষ সংক্রমণের ঘটনা নিয়ে মোট ১০ বার বার্ড ফ্লুর প্রকোপ দেখা গিয়েছে। যার মধ্যে প্রতিবারই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাফল্যের সাথে সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন: কেন্দ্রে সরকার গঠন হলেও বড় ঝটকা খেল BJP! সমর্থন হারাল এই দলের

এদিকে, এবার মাংস এবং ডিমের খামার উভয়ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে সংক্রমণ। যদিও, ডিম প্রদানকারী হাঁস-মুরগির খামারগুলিতেই সংক্রমণের হার সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, সংক্রমণ রুখতে প্রায় ১৫ লক্ষ পাখি মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যদিও, এই সংক্রমণের ফলে এখনও পর্যন্ত সেখানকার স্থানীয় দোকানগুলিতে ডিমের সঙ্কট পরিলক্ষিত হয়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর