শৃঙ্খলারক্ষায় কড়াকড়ি TMC-র, কর্মসমিতিতে কল্যাণ-মালা সহ ৫ জন! ঠিক কী কী সিদ্ধান্ত নেওয়া হল?

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের ৬ আসনে বিধানসভা উপনির্বাচনের পর সোমবার তৃণমূলের (Trinamool Congress) কর্মসমিতির বৈঠক হল। কালীঘাটের সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তাবড় তাবড় নেতা নেত্রী। বৈঠক শেষে দলের তরফ থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন চন্দ্রিমা ভট্টাচার্য।

  • তৃণমূলের (Trinamool Congress) কর্মসমিতির বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হল?

এদিন তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের অন্যতম মুখপাত্র চন্দ্রিমা (Chandrima Bhattacharya) বলেন, শৃঙ্খলারক্ষায় ৩টি কমিটি তৈরি করা হয়েছে। একটি দলীয় স্তর, একটি সংসদীয় এবং আরেকটি পরিষদীয়। একইসঙ্গে জোড়াফুল শিবিরের এই নেত্রী জানান, এবার থেকে কোনও সদস্যের বিরুদ্ধে যদি কোনও অভিযোগ ওঠে এবং তাঁকে যদি শোকজ নোটিশ দেওয়া হয়, তাহলে তার উত্তর দিতেই হবে।

চন্দ্রিমা জানান, অন্যথা হলে পরপর ৩টি শোকজ নোটিশে সংশ্লিষ্ট সদস্যকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হবে। একইসঙ্গে তিনি কর্মসমিতিতে পাঁচ নতুন মুখের অন্তর্ভুক্তির কথাও ঘোষণা করেন। চন্দ্রিমা বলেন, ‘জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মানস ভুঁইয়া, বিমান বন্দ্যোপাধ্যায়, মালা রায় এবং জাভেদ খান’।

আরও পড়ুনঃ পার্থ জেলবন্দি থাকলেও কপাল খুলল অর্পিতার! শর্ত বেঁধে জামিন মঞ্জুর করল আদালত

এদিনের বৈঠকে তৃণমূলের (Trinamool Congress) শৃঙ্খলারক্ষা কমিটি পুনর্গঠিত হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রিমা। তিনি জানান, সংসদে শৃঙ্খলারক্ষা কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ও’ব্রায়েন এবং নাদিমুল হক থাকবেন। অন্যদিকে দলের শৃঙ্খলারক্ষা কমিটিতে থাকবেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সি, সুজিত বসু এবং চন্দ্রিমা নিজে। এছাড়া বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটিতেও থাকবেন চন্দ্রিমা। সেইসঙ্গেই দেবাশিস কুমার, শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস থাকবেন।

Trinamool Congress working committee meeting

এদিনের বৈঠকে মুখপাত্রদের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে। মুখপাত্র কো অর্ডিনেট করার দায়িত্ব দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ও’ব্রায়েন, কীর্তি আজাদ, সাগরিকা ঘোষ এবং সুস্মিতা দেব জাতীয় রাজনীতি ও সংসদীয় বিষয় নিয়ে কথা বলবেন। শিল্প নিয়ে বলবেন পার্থ ভৌমিক এবং শশী পাঁজা। অর্থনৈতিক বিষয় অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য; উত্তরবঙ্গ নিয়ে উদয়ন গুহ, গৌতম দেব, প্রকাশ চিক বরাইক এবং বিধানসভা সম্বন্ধিত বিষয়ে বলবেন শোভনদেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক, মানস ভুঁইয়া, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুমন কাঞ্জিলাল এবং কুণাল ঘোষ। এদিকে জানা যাচ্ছে, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) কোনও রকম দায়িত্ব দেয়নি তৃণমূল।

এছাড়া মহিলাদের প্রতি নির্যাতন রুখতে অপরাজিতা বিল পাশ হলেও এখনও আইন হয়নি। এই আইন খুবই দরকারি। সেই কারণে আগামী ৩০ নভেম্বর মহিলা সংগঠন ব্লকে ব্লকে অপরাজিতা বিলের আইন চেয়ে মিছিল করবে বলে খবর। এর পরের দিন নানান জায়গায় অবস্থান, ধর্না এবং মিটিং। সেই সঙ্গেই রাজ্যের নানান জেলায় তৃণমূলের (Trinamool Congress) ইতিহাস নিয়ে কর্মসূচি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এর পাশাপাশি জানা যাচ্ছে, মানুষের সাথে মানুষের পাশে বলে আরও একটি কর্মসূচির সিদ্ধান্ত আজ নেওয়া হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর