গোটা ডিসেম্বর জুড়েই হাওড়া শাখায় বাতিল অজস্র লোকাল ট্রেন! সমস্যায় পড়ার আগেই দেখে নিন তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ সারা বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির অন্যতম হল ভারতীয় রেল (Indian Railways)। নিত্যদিন দেশের প্রায় ২ কোটি যাত্রীর পরিবহণের মাধ্যম এই রেল। এককথায় ভারতীয় পরিবহন ব্যাবস্থার মেরুদন্ড ভারতীয় রেল। এমন পরিস্থিতিতে কখনো রেল পরিষেবা ব্যাহত থাকলে গভীর সমস্যার সম্মুখীন হন লক্ষ লক্ষ মানুষ। বিগত কিছুদিন ধরেই নানা কারণে বাতিলের তালিকায় থাকছে দূরপাল্লা থেকে শুরু করে একাধিক লোকাল ট্রেন। এরই মাঝে গোটা ডিসেম্বর মাস জুড়ে ফের একগুচ্ছ লোকাল ট্রেন (Local Trains) বাতিলের (Cancelled) সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

বছর শেষে গোটা ডিসেম্বর মাস জুড়ে বাতিল থাকবে হাওড়া (Howrah) থেকে সিঙ্গুর (Singur) ও তারকেশ্বর (Tarakeswar) লাইনের বেশ কিছু লোকাল ট্রেন। প্রসঙ্গত, সিঙ্গুর ও নলিকুল স্টেশনের মধ্যে ডাউন লাইনে পাওয়ার ও ট্রাফিক ব্লকের কাজ আগে থেকেই চলছিল। এবার সেই কাজ শেষের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল । যার ফলে ওই রুটে আপাতত বাতিল রাখতে হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন।

গোটা মাস জুড়ে একগুচ্ছ ট্রেন বাতিল থাকায় ঘোর ভোগান্তির সম্মুখীন হতে পারেন নিত্যযাত্রীরা। এই ভোগান্তি এড়াতে এখনই জেনে নিন কোন কোন ট্রেন বাতিল থাকছে গোটা মাসে। রইল পূর্ণ তালিকা।

এক নজরে দেখে নেওয়া যাক যে ট্রেনগুলি বাতিল করা হচ্ছে – হাওড়া থেকে – ৩৭৩০৭, ৩৭৩১৯, ৩৭৩০৫, ৩৭৩২৭, ৩৭৩৪৩ হরিপাল থেকে – ৩৭৩০৮ তারকেশ্বর থেকে – ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮, ৩৭৪১২, ৩৭৪১৬ শেওরাফুলি থেকে – ৩৭৪১১, ৩৭৪১৫ সিঙ্গুর থেকে – ৩৭৩০৬

সাধারণ মানুষের নিত্যদিনের যাত্রাসঙ্গী এই লোকাল ট্রেন পরিষেবা। এ অবস্থায় গোটা মাস জুড়ে হাওড়া থেকে সিঙ্গুর ও তারকেশ্বর লাইনে একগুচ্ছ লোকাল ট্রেন বন্ধ থাকায় যাত্রীভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। অনিচ্ছাকৃত এই সমস্যার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে রেল তরফে।

Train line change

প্রসঙ্গত, বিগত কিছুমাস ধরে পাওয়ার ব্লকের কাজের জন্য একাধিক জায়গায় একাধিকবার ব্যাহত হয়েছে রেল পরিষেবা । গত ১৮ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বাতিল ছিল একগুচ্ছ লোকাল ট্রেন, দীর্ঘ ১০ দিন পর মিটেছিল সেই সমস্যা। এরই মাঝে আবার একবার লোকাল ট্রেন পরিষেবা বন্ধের খবরে ভোগান্তির আশঙ্কায় মাথায় হাত নিত্য যাত্রীদের ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর