নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িকে পিষল বাস! ঠাকুরপুকুরে ভয়ঙ্কর দুর্ঘটনায় গুরুতর আহত ২১

বাংলা হান্ট ডেস্ক : সোমবার সকালে অফিস টাইমের ব্যস্ততার মাঝে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা ২৩৫ নম্বর রুটের একটি বাসে ধাক্কা মারে লাক্সারি বাস। ধাক্কার অভিঘাত সামলাতে না পেরে সেই যাত্রীবাহী বাস ধাক্কা মারে আরও দুটি গাড়িকে। মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন প্রায় ২১ জন। তারমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে খবর, ২৩৫ নম্বর রুটের একটি বাস তারাতলা থেকে পৈলানের দিকে যাচ্ছিল। এরপর বেহালার (Behala) ঠাকুরপুকুর ৩এ বাসস্ট্যান্ডের কাছে আচমকাই একটি লাক্সারি বাস এসে ঐ বাসকে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে ঐ যাত্রীবাহী বাসটি ধাক্কা মারে দুটি গাড়িকে। যারমধ্যে ছিল একটি প্রাইভেট গাড়ি ও একটি পুলিশের গাড়ি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় ২৩৫ নম্বর রুটের যাত্রীবাহী বাসটি।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুটি বাসের সামনের অংশ একেবারেই দুমড়ে মুচড়ে গেছে। জখম হয়েছেন বহু মানুষ। রাস্তার পাশে ফল বিক্রি করছিলেন একজন, বাসের ধাক্কায় তিনিও গুরুতরভাবে জখম হয়েছেন। সেখানেই দাঁড়িয়ে ফল কিনছিলেন একজন, বাসের ধাক্কায় তিনিও ছিটকে পড়েন। অন্যদিকে, কিছুটা দুরেই কালীপুজোর প্যান্ডেল বাঁধার কাজ চলছিল। বাসের ধাক্কায় সেখানকারও কিছু মানুষ আহত হয়েছেন।

সূত্রের খবর, স্থানীয়দের এবং পুলিশের সহযোগিতায় সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে, আহত ২১ জনের মধ্যে যাত্রীবাহী বাসের ১০-১২ জন রয়েছে। ঠাকুরপুকুরের এই ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই ব্যপক জানযট সৃষ্টি হয়েছে এলাকায়। পাশাপাশি আতঙ্কও ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর