PoK-তে যুদ্ধের পরিস্থিতি! পাকিস্তানের বিরুদ্ধে রাস্তায় হাজার হাজার কাশ্মীরি, চলছে এলোপাথাড়ি গুলি

বাংলা হান্ট ডেস্ক: অগ্নিগর্ভ পাক অধিকৃত কাশ্মীর (Pakistan Occupied Kashmir)। গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে নৃশংসতার খেলা। এককথায় বললে, রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছে পাক অধিকৃত কাশ্মীর। গত শুক্রবার পাকিস্তানের (Pakistan) এই নৃশংসতার বিরুদ্ধে আওয়াজ তোলে গোটা PoK। রাস্তায় রাস্তায় শুরু হয় প্রতিবাদ। বিক্ষোভ নিয়ন্ত্রণে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ব্যাপক শক্তি প্রয়োগ করছে বলে খবর। হচ্ছে পালটা হামলাও।

সূত্রের খবর, পাকিস্তানের আরোপিত কর এবং ক্রমবর্ধমান দামের প্রতিবাদে পিওকে-র জনগণ ১১ মে শনিবার একটি বিক্ষোভ মিছিলের পরিকল্পনা করেছিল। কিন্তু বিক্ষোভ আটকাতে একদিন আগেই অতিরিক্ত বাহিনী ডাকা হয়। বিক্ষোভকারীদের আটক অবধি করা হয়। আর তাতেই আরও ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী।

সূত্রের খবর, পাক আর্মি এই বিক্ষোভ থামাতে কোনও পরোয়ানা ছাড়াই PoK-র মিরপুর জেলা থেকে ৭০ জনেরও বেশি কর্মীকে গ্রেফতার করেছে। এরপরেই ক্ষুব্ধ জনগন রাস্তায় নেমে আসে। পাক আর্মিকে লক্ষ্য করে শুরু হয় পাথর বর্ষণ। একাধিক জায়গায় সংঘর্ষ শুরু হয়ে যায়। সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, একাধিক এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন:রাশিয়ার থেকে আমদানি নয়, উল্টে ভারত থেকেই অস্ত্র কিনছে পুতিন! হল ৪ বিলিয়ন ডলারের চুক্তি

পাক মিডিয়া বলছে, বিক্ষোভ দমন করতে পাকিস্তান নাকি সহিংসতার আশ্রয় নিচ্ছে। ইতিমধ্যেই প্রশাসন পাকিস্তান রেঞ্জার্স এবং ফ্রন্টিয়ার কর্পস কর্মীদের সহ অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। ছাড় পাচ্ছেনা নারী এবং শিশুরাও। পাক পুলিশ নাকি একটি কাঁদানে গ্যাস নিক্ষেপ করে যা গিয়ে পড়েছে একটি স্কুলের ভেতর। সূত্রের খবর, সেই স্কুলে পাঠরত একাধিক পড়ুয়া আহত হয়েছে এই ঘটনায়‌।

আরও পড়ুন:শত অভিযোগ সত্বেও ভরল রাজকোষ, প্যাসেঞ্জার রেভিনিউ বাবদ রেকর্ড আয় ছুঁল পূর্ব রেল

Pakistan 1

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত চুক্তি মেনে চলার জন্য শুক্রবার একটি সাধারণ ধর্মঘট ডেকেছিল জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। যার মধ্যে ছিল পরিবহন শ্রমিক ধর্মঘটও। সূত্রের খবর, কমিটির দাবি ইসলামাবাদ এই চুক্তির শর্ত পূরণ করছেনা। তবে ধর্মঘট কার্যকর হওয়ার আগেই কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে PoK।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর