বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের উপর থেকে যেন শনির দশা কাটতেই চাইছে না। আজ ভোরে দুটি মাল গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে বাঁকুড়ার ওন্দায়। সংঘর্ষের ঘটনার ফলে লাইনচ্যুত হয় ইঞ্জিনসহ দুটি মালগাড়ির ১২টি বগি। এই দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত হয় প্ল্যাটফর্ম ও সিগনাল রুম। বাঁকুড়ায় এই রেল দুর্ঘটনার ফলে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। এমনকি কিছু ট্রেনের রুট বদলও করা হয়েছে।
বাতিল ও পরিবর্তিত রুটের ট্রেনগুলি হল – 18627 হাওড়া-রাঁচি ,18003 হাওড়া-আদ্রা, 18023 খড়গপুর-গোমো, 18086 রাঁচি-খড়গপুর, 12828 পুরুলিয়া-হাওড়া, 13506 আসানসোল-দীঘা, 08686আদ্রা-খড়গপুর,08675বিষ্ণুপুর-আদ্রা। এছাড়াও 12816 দিল্লি-পুরী, 12949 পোরবন্দর-সাঁতরাগাছি, 18628 রাঁচি-হাওড়া, 18011 চক্রধরপুর, 18004 শিরোমণি ট্রেনের রুট পরিবর্তিত হয়েছে।
রেলের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় প্লাটফর্ম মেরামতির কাজ চালানো হচ্ছে। চেষ্টা করা হচ্ছে দ্রুত এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করার। রেলের আদ্রা বিভাগ আশা করছে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। সূত্রের খবর, আজ ভোর ৬ টা নাগাদ ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মাল গাড়িকে পেছন দিক থেকে এসে ধাক্কা মারে বাঁকুড়ার দিক থেকে আসা অপর একটি মালগাড়ি।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন। এরপর তারা উদ্ধার করেন দুটি মাল গাড়ি চালকদের। এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সামান্য চোট লেগেছে একটি মাল গাড়ির চালকের। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। তবে ঘটনাটি ঘটার পর থেকেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।