বাংলা হান্ট ডেস্ক : বিয়ে ও যৌনতা নিয়ে নানান দেশে নানান রকম রীতির প্রচলন রয়েছে। অনেক জায়গায় যৌনতা নিয়েও নানান রকম আজব প্রথার কথা আমরা সবাই জানি তবে জানেন কি, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে এক অঞ্চলেই বিয়ের আগে যৌনতা বাধ্যতামূলক।
শুনতে আজব লাগলেও এই ঘটনাই সত্যি। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে টোটোপাড়ায় একটি বিশেষ উপজাতি রয়েছে যেখানে মেয়েদের বিয়ের আগে গর্ভবতী হতে হয়। তারপরেই সেই মেয়েটি বিয়ে করার অনুমতি পায়। এটিই তাদের সামাজিক প্রথা। যুগ যুগ ধরে তারা এই প্রথা মেনে এসেছে।
এই উপজাতিটির সদস্য সংখ্যা ধীরে ধীরে কমে আসছে তাই নিজেদের অস্তিত্ব বজায় রাখতেই এই প্রথার সৃষ্টি করেছেন তারা। প্রথা অনুযায়ী, বিয়ের আগে ছেলে এবং মেয়ে এক বছরের জন্য লিভ ইন সম্পর্কে জড়ায় যদি এই সময়ের মধ্যে মেয়েটি গর্ভধারণ করে বা সন্তানের জন্ম দেয় তবে উভয় পরিবারের মুরব্বীদের আশীর্বাদে দুজনের বিয়ে সম্পন্ন হয়।
এ ক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ সময়ই ছেলেরা নিজেদের কাজিনদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। তারপর ছেলেটির বাড়িতে ছেলে এবং মেয়ে দুজনে একসঙ্গে থাকা শুরু করে। এই নিয়মটি সামাজিকভাবে কঠোরভাবে অনুসরণ করতে হয় ছেলে ও মেয়েকে। গর্ভবতী হওয়ার পর ছেলেটি সেই মেয়েটিকে অস্বীকার করলে অথবা বিয়ে করতে রাজি না হলে ছেলেটিকে কঠোর শাস্তি পেতে হয়।
শুধু বিয়েই নয় এই উপজাতির মধ্যে বিবাহ বিচ্ছেদের নিয়মও আজব।এই উপজাতির কোন ছেলে মেয়ে যদি বিবাহ বিচ্ছেদ করতে চায় তবে বিশাল একটি ব্যয়বহুল পূজার মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। যদিও এই উপজাতির মধ্যে বিবাহ বিচ্ছেদের সংখ্যা খুবই কম।