নামেই কলসেন্টার! আইনজীবীর বাড়ি ভাড়া করে চলছে মধুচক্র

বাংলা হান্ট ডেস্ক: বাইরে থেকে দেখে মনে হবে সুস্থ সবল একটা কলসেন্টার, আসলে এর ভিতরেই চলছে দেহ ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়েই হানা দেয় পুলিশ, ফাঁস হলো মধুচক্র। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকায় এমনই ঘটনা ঘটেছে।

জানা গেছে এক আইনজীবীর বাড়ি ভাড়া নিয়েই চলছিল এই মধুচক্র। শিলিগুড়ি পুরনিগম সংলগ্ন বাঘাযতীন পার্ক এলাকায় ওই বাড়িতে কলসেন্টারের আড়ালে যে এরকম ঘটনা ঘটছে তা এতদিন লোক চোখের আড়ালেই ছিল। গোপন সূত্রে খবর পেয়ে আজ দুপুরে ওই বাড়িতেই হানা দেয় পুলিশ। ফাঁস হয় দীর্ঘদিন ধরে চলতে থাকা দেহ ব্যবসা। ৩১ জন মেয়ে ও ৩টি ছেলেকে হাতেনাতে গ্রেফতার করা হয় বাড়ির ভিতর থেকে।

images 2

জনবসতি এলাকায় কিভাবে এই মধুচক্র চলতে পারে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ‌। তাদের সন্দেহ এরকম অনেক দেহ ব্যবসা নিয়মিত চলছে আড়ালে আবডালে।

সম্পর্কিত খবর