অন্যান্য দেশ নয়,সেক্সটয় কেনায় এগিয়ে ভারতীয় মহিলারাই

 

বাংলা হান্ট ডেস্ক : জনসমক্ষে সেক্স নিয়ে আলোচনা করতে লজ্জা পেলেও সেক্সটয় কেনার ব্যাপারে এগিয়ে মেয়েরাই, এমনটাই বলছে সমীক্ষা। সম্প্রতি thatspersonal.com নামে একটি অনলাইন সেক্সটয় এবং সেক্সুয়াল ওয়েলনেস প্রোডাক্ট বিক্রিকারী ই-কমার্স সাইট একটি সমীক্ষা করেছে। গত ৫২ মাস ধরে ৮০ হাজার অর্ডার খতিয়ে দেখে তারা এই পরিসংখ্যান তৈরি করেছে। এতে দেখা যাচ্ছে দেশের মোট ক্রেতার মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। পরিসংখ্যান যে চিত্রটি পরিবেশন করছে তাতে সেক্সের ব্যাপারে শুধুমাত্র দেশের মহানগরই নয়, শহরও নিজেদের পছন্দ-অপছন্দ ব্যক্ত করছে নির্দ্বিধায়।

IMG 20190831 132043
সেক্সুয়াল প্রোডাক্ট কেনার ব্যাপারে এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে কর্নাটক, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। গুজরাট এখন রয়েছে ষষ্ঠ স্থানে, কিন্তু নবরাত্রি চলাকালীন রাজ্যটি উঠে আসে তিন নম্বরে। পরিসংখ্যান আরও বলছে, শহরগুলিতে গত এক বছরে বিক্রির পরিমাণ বেড়েছে প্রায় ২৫ শতাংশ। এর মধ্যে রয়েছে নয়ডা, লখনউ, জয়পুর, গুরুগ্রাম এবং চণ্ডীগড়।তবে ভদোদরা, পুনে এবং তিরুবনন্তপুরমের মতো শহরে মহিলারা পুরুষদের হারিয়ে দিয়েছেন।সেক্সটয় এবং বিভিন্ন সেক্সুয়াল প্রোডাক্টের ব্যাপারেও রয়েছে নানা পরিসংখ্যান। যেমন অসমে সবচেয়ে বেশি বিক্রি হয় BDSM প্রোডাক্ট। পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে নানা ধরনের ক্যান্ডি প্যান্টি অর্ডারের ব্যাপারে। পঞ্জাবি মহিলাদের প্রথম পছন্দ নানা ধরনের সেক্সটয় এবং সেক্সাইটমেন্ট প্রোডাক্ট।সেন্সর বোর্ড যতই অন্তরঙ্গ দৃশ্য কেটে দেশকে ‘সংস্কারী’ বানানোর চেষ্টা করুক না কেন, বাস্তবে কিন্তু দেশ সাবালক হচ্ছে ।

সম্পর্কিত খবর