ইনিই হলেন এবারের সোনাগাছির দুর্গা পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর! পরিচয় জানলে চোখ কপালে উঠবে আপনার

বাংলাহান্ট ডেস্ক : বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে দুর্গা পুজোর জন্য। এরই মধ্যেই এ বছরের দুর্গা পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মাঝের সেপ্টেম্বর মাস কেটে গেলেই বাংলার আকাশে আনাগোনা শুরু করবে শরতের মেঘ। তারই সাথে বাঙালি মেতে উঠবে শারদ উৎসবে। শহর থেকে গ্রাম, সব জায়গাতেই শুরু হয়ে গেছে দুর্গা পুজোর প্রস্তুতি।

অনেক জায়গায় সম্পন্ন হয়েছে খুঁটি পুজো। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে পুজো কমিটির হোর্ডিং-পোস্টার পড়তেও শুরু করেছে। বিভিন্ন বড় পুজো কমিটিগুলি তাদের দুর্গৎসবের জন্য বিখ্যাত টলি-বলি তারকাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে। কিন্তু এ বছর কে ব্র্যান্ড এম্বাসাডর হতে চলেছেন সোনাগাছির পুজোয়? এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে।

   

সোনাগাছির পুজো কমিটির মানুষেরা সমাজের বিপরীত স্রোতে কাজ করায় খানিকটা দূরে থাকেন সামাজিক ভিড় থেকে। তবে তাদের পুজোয় অনেকেই ভিড় জমান। কিন্তু মিডিয়া থেকে এই পুজো লাইম লাইট পায় না। তবে অন্যান্যদের মতো যৌনকর্মীরাও পুজোর সময় মেতে ওঠেন আনন্দে।

আরোও পড়ুন : নয়া আর্কষণ নিয়ে হাজির ডুয়ার্স! এবার আপনার সফর হয়ে উঠবে আরোও এক্সাইটিং

ধুমধাম করে চলে মায়ের আরাধনা। তবে বিখ্যাত তারকারা এই পুজোর ব্র্যান্ড এম্বাসাডর হতে চান না। তাই এখানকার পুজো কমিটি এবার ভিন্ন উদ্যোগ নিল। এবার যৌনকর্মীরাই হতে চলেছেন সোনাগাছির দুর্গাপুজোর ব্র্যান্ড এম্বাসাডর। ইতিমধ্যেই তারা পুজো উপলক্ষে বিশেষ ফটো শুট করেছেন কুমোরটুলিতে।

জানা যাচ্ছে তারাই এ বছর সোনাগাছির দুর্গা পুজোর প্রচার করবেন। পুজো যাদের, তারাই হবেন ব্র্যান্ড এম্বাসাডর। এই স্লোগানকে সামনে রেখে পুজো কমিটি চাইছে এগিয়ে যেতে।‘‌অর্জুনপুর আমরা সবাই’‌ দুর্গাপুজো কমিটির মহিলা সদস্যরা পাশে এসে দাঁড়িয়েছেন যৌনকর্মীদের দুর্গা পুজোয়।

আরোও পড়ুন : দিতে হবে টিকিট! কলকাতার এই বুকিং কাউন্টার ‘বন্ধের’ ঘোষণার পরেও নয়া সিদ্ধান্তের পথে রেল 

কমিটির সদস্য মৌসুমী জানিয়েছেন, “আমরা খবর পেতেই সাথে সাথে রাজি হয়ে গেছি। অনেকেই ঘৃণার চোখে দেখেন ওদের। এই দুর্গা পুজোর পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।” জানা যাচ্ছে, সোনাগাছির নিষিদ্ধপল্লীতে দুর্গাপুজোর খুঁটিপুজো হবে আগামী ৩০ সেপ্টেম্বর।

durgapuja 2

সেদিনই ব্যানার-ফ্লেক্স এর উদ্বোধন হবে। দুর্বার মহিলা সমিতির সভাপতি বিশাখা নস্কর জানিয়েছেন, “শহর জুড়ে বিজ্ঞাপন দিয়ে অন্যান্য পুজো কমিটির পুজো হয়। আমাদের অল্প সামর্থ্য ও অভিজ্ঞতা দিয়ে মনে করছি এইভাবেই আত্মপ্রকাশ করা উচিত। যারা আমাদের পাশে রয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর