১২ বছরের নাবালিকাকে চার বছর ধরে যৌন হেনস্থা! কলকাতার নামী নাট্যব্যক্তিত্বের মুখোশ খুলে দিলেন যুবতী

বাংলাহান্ট ডেস্ক: নাটক শেখার স্বপ্ন নিয়ে এসে যৌন হেনস্থা (Sexual Harassment) নাবালিকা ছাত্রীর। বালিকা মন অত্যাচার না বোঝার সুযোগ নিয়ে দিনের পর দিন ধরে নোংরামি চালানো হয়েছে বলে অভিযোগ। আর এই বিষ্ফোরক অভিযোগ উঠেছে কলকাতার বিখ্যাত নাট্যব্যক্তিত্ব রাজা ভট্টাচার্যর বিরুদ্ধে।

মাত্র ১২ বছর বয়সে নাটক শিক্ষায় হাতেখড়ি হয় অভিযোগকারিণী যুবতীর। বাবার সঙ্গে রাজা ভট্টাচার্যের কাছে নাটক শিখতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে তাঁর যে বিশ্রী, ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল সেটা এতদিন পর প্রকাশ্যে এনেছেন তিনি। আর সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।

sexual harass

ওই যুবতীর এখন ১৮ বছর বয়স। এতদিন পর নিজের সঙ্গে ঘটা অবিচারের কথা প্রকাশ্যে এনেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি জানিয়েছেন, ২০১৭ সালে রাজা ভট্টাচার্যের ‘ব্ল্যাঙ্ক ভার্স’ নামক নাটকের দলে যোগ দেন তিনি। সে সময়ে তাঁর বয়স ১২ বছর।

পোস্টে রাজা ভট্টাচার্যের মুখোশ খুলে একের পর এক বিকৃত ঘটনা প্রকাশ্যে এনেছেন তিনি। যুবতী লিখেছেন, অন্ধকার কোণার দিকে নিয়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরতেন রাজা ভট্টাচার্য, চুমু খেতেন। তাঁদের মাথা টিপে দেওয়ার কথা বলে বুকে মাথা ঘষতেন। অথচ অভিভাবকদের সামনে রাজা ভট্টাচার্যের সম্পূর্ণ অন্য রূপ।

এখানেই থামেননি যুবতী। আরো বিষ্ফোরক অভিযোগ এনে তিনি জানিয়েছেন, শনিবার করে ক্লাস শুরু হওয়ার আধ ঘন্টা আগে তাঁকে ডেকে পাঠাতেন বাসু ভট্টাচার্য। তাঁর সঙ্গে রীতিমতো অসভ্যতা করতেন তিনি। গায়ে বিশ্রী ভাবে হাত বোলানো থেকে শুরু করে জোর করে চুমু খাওয়ার মতো কুকর্মের অভিযোগ তুলেছেন যুবতী।

তিনি আরো দাবি করেছেন, রাজা ভট্টাচার্য বলেছিলেন তিনি ওই যুবতীকে বাড়ি পৌঁছে দেবেন ক্লাসের পর। এভাবে প্রতিদিন নিজের ঘৃণ্য মনোবাঞ্ছা পূরণ করতেন তিনি। রাস্তার মাঝেই শুরু করে দিতেন অসভ্যতা। ১২ বছরের মেয়ে প্রথমটা বুঝতে না পারলেও ধীরে ধীরে সবটা বুঝে ঘেন্নায় কুঁকড়ে গিয়েছিল। ২০২০ সালে তিনি ছেড়ে দেন ক্লাস।

যুবতী জানান, তিনি প্রথমে রাজা ভট্টাচার্যের পরিচিতি, প্রভাবের কথা ভেবে সবার সামনে মুখ খুলতে ভয় পেয়েছিলেন। কিন্তু এবার সাহস করে সবটা বলে দিলেন তিনি। রাজা ভট্টাচার্য নাকি মিনতি করেছিলেন এমনটা না করতে। যুবতীর ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে ক্ষোভে ফেটে পড়েছে আমজনতা থেকে থিয়েটার জগৎ। কিন্তু যাঁর বিরুদ্ধে এত অভিযোগ তাঁর কি দৃষ্টান্তমূলক শাস্তি হবে? আসল প্রশ্ন এখন এটাই।


Niranjana Nag

সম্পর্কিত খবর