আবারও শহরের বুকে বাম ছাত্র যুব কর্মী সমর্থকদের মিছিলের ওপর পুলিশি হস্তক্ষেপের অভিযোগ৷ পুলিশের লাঠিচার্জে আহত একাধিক বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা৷ শিল্প ও চাকরির দাবিতে সিঙ্গুর থেকে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র ও যুব সংগঠন৷ তাদের মিছিল হাওড়া মল্লিক ফটক অবধি পৌঁছতেই বাধা দেয় পুলিশ৷ পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বাম কর্মী সমর্থকেরা৷ আর তাতেই পুলিশ ও বাম ছাত্র যুব সংগঠনের সদস্যদের এক প্রকার ধস্তাধস্তি হয়৷
পুলিশ ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করেনি সদস্যরা অন্য দিকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে বাম ছাত্র যুব কর্মী সমর্থকদের বিরুদ্ধে৷ যার জেরে পাল্টা লাঠিচার্জ শুরু করে পুলিশ, শুধু লাঠিচার্জে নয় ছোড়া হয় কাঁদানে গ্যাস৷
#WATCH Howrah: Youth wing and student wing of Communist Party of India (Marxist), stage a protest alleging unemployment in the state. Water-cannons used by the police against the protesters. #WestBengal pic.twitter.com/c4qNDIPCBm
— ANI (@ANI) September 13, 2019
ঘটনাস্থলে বোমা ফাটার অভিযোগ করা হয় বাম সমর্থকদের তরফে৷বেশ কয়েক দফা লাঠিচার্জে আহত হন বাম ছাত্র যুব কর্মী সমর্থকেরা৷ বিক্ষোভে পুলিশি হস্তক্ষেপ এবং সদস্যদের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করার সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা৷ উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি৷ অন্য দিকে সমর্থকদের ঢিলের আঘাতে আক্রান্ত হন বেশ কয়েকজন পুলিশকর্মী৷ পাশাপাশি স্থানীয় দোকান ঘরগুলি ভাঙচুরের অভিযোগ ওঠে৷ পরে ধাপে ধাপে কর্মী সমর্থকদের বঙ্গবাসী কলেজের দিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ৷ ঘটনায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ এই ঘটনার পর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নবান্ন চত্বরকে৷