বাংলাহান্ট ডেস্ক: একের পর এক খারাপ খবর আসছে বলিউড (bollywood) ইন্ডাস্ট্রি থেকে। মাকে হারালেন জনপ্রিয় বাঙালি গায়ক শান (shaan)। বলিউড গায়ক কৈলাশ খের বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ জানিয়েছেন। বছরের শুরুতেই এমন একটা খারাপ খবরে শোক প্রকাশ করেছেন শান অনুরাগীরা।
টুইটে কৈলাস লেখেন, “বড় ভাই শানের মা প্রয়াত হয়েছেন। পরম ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিক এই প্রার্থনা করি। তিনটি লোকের অধিপতি ভগবান শিবের কাছে প্রার্থনা করি শান ভাইয়ের পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দিন। অনন্ত প্রার্থনা।”
উল্লেখ্য, শানের মা সোনালি মুখোপাধ্যায়ও গানের জগতের মানুষ ছিলেন। ১৯৭০ থেকে ২০০০ সাল পর্যন্ত প্লেব্যাক গানে কোরাস গায়িকা হিসাবে কাজ করেছেন তিনি। অনেক কম বয়সে বাবাকে হারিয়ে ছিলেন শান। তারপর থেকে মেয়ে সাগরিকা ও ছেলে শানকে একা হাতে মানুষ করেছেন মা সোনালি। গায়কের বাবা যখন মারা যান তখন তাঁর বয়স মাত্র ১৪ বছর। ১৯৭০ এর শেষ থেকে ১৯৮০ এর শুরুর দিকে বেশ কিছু ছবিতে সুর দিয়েছিলেন শানের বাবা মানস মুখোপাধ্যায়।
बड़े भाई शान @singer_shaan की माँ का देहावसान हो गया॥ परमेश्वर से दिवंगत आत्मा की सद्गति की प्रार्थनाएँ॥ तीनों लोक के अधिपति भगवान शिव से प्रार्थना है की हमारे शान भैया के परिवार को ये दुःख सहन करने की शक्ति मिले॥ अनन्त प्रार्थना ॐ
— Kailash Kher (@Kailashkher) January 20, 2022
এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে শান জানিয়েছিলেন, কীভাবে সংসার ও গানের কেরিয়ার দুটোই সমান ভাবে চালাতেন শান। গায়ক বলেছিলেন, “আমাকে আর সাগরিকাকে সবসময় নিজের মনের ইচ্ছার কথা শোনার জন্য অনুপ্রেরণা দিতেন মা। কখনো জোর করে নিজের ইচ্ছাটা চাপিয়ে দেননি। আমি যখন সবে সবে গায়ক হিসাবে নাম করছি মা কোরাস গায়িকা হিসাবে কাজ ছেড়ে দিতে চান। কারণ আমি লজ্জায় পড়ব। কিন্তু লজ্জা তো দূর, আমি মাকে নিয়ে গর্বিত ছিলাম।”
বৃহস্পতিবার সকালে খবর আসে, বাবাকে হারিয়েছেন অভিনেতা শাহির শেখও। করোনা আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে ছিলেন অভিনেতার বাবা। বুধবার রাতেই প্রয়াত হন তিনি। হিন্দি টেলিভিশন অভিনেতা আলি গোনি এই দুঃসংবাদ জানান সোশ্যাল মিডিয়ায়।