দশ রকম বাহানার পর অবশেষে টিকটকে একাউন্ট খুলেই ফেললেন শান, ভাইরাল হলো প্রথম ভিডিও গান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নব্বইয়ের দশকে বলিউডের প্রথম সারির গায়কদের তালিকা উঠলে কার কার নাম থাকবে? কুমার শানু, সোনু নিগম এবং অবশ্যই শান। একটা সময় শানের মিষ্টি সুরের জাদুতে পাগল ছিল গোটা বলিউড। শুধু গান নয়, হাসির জাদুতেও সবাইকে মোহিত করে রাখতেন তিনি। এখনও সেই জাদু অনেকটাই অক্ষত রয়েছে। কিন্তু ধীরে ধীরে হারিয়ে গিয়েছে তাঁর গান।

তাই অনুরাগীদের কাছে ফিরতেই টিকটকে অ্যাকাউন্টে খুললেন শান। আর খুলেই প্রথম গান কি গাইলেন জানেন? তাঁর সেই বিখ্যাত গান, দশ বাহানে কর কে লে গয়ে দিল।

https://www.instagram.com/p/B8dVjO3AJVT/?utm_source=ig_web_copy_link

এই গানের সুরে একসময় পাগল হয়েছিল বলিউড তথা সঙ্গীতপ্রেমীরা। সেই গানই আবারও নতুন করে শোনা গেল শানের গলায়। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামন হ্যান্ডেলেও শেয়ার করেছেন তিনি।

বলা বাহুল্য ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সাত হাজারেরও বেশ লাইক পড়ে গিয়েছে এই ভিডিওতে। দীর্ঘদিন বাদে শানের গলা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেকেই। অনেকেই মন্তব্য করেছেন, শানের সেই মিষ্টি গলা একইরকম রয়েছে। আবার অনেকে অনুরোধ জানিয়েছেন, ফের গানের জগতে কামব্যাক করার জন্য।

প্রসঙ্গত, এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় অ্যাপ হল টিকটক। নেটিজেনরা তো বটেই, বহু তারকাও যোগ দিয়েছেন টিকটকে। ভিডিওও ভাইরাল হয় তাঁদের। এই তালিকায় রয়েছেন নেহা কক্কর, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো তারকারাও।

X