বাংলাহান্ট ডেস্ক: শনিবার দেশজুড়ে পালিত হল পবিত্র খুশির ইদ (Eid)। তারকা থেকে আমজনতা সকলেই মেতে উঠেছিলেন উৎসবের আনন্দে। সোশ্যাল মিডিয়ায় সকলকে জানিয়েছেন শুভেচ্ছা বার্তাও। আর এই শুভেচ্ছা জানাতে গিয়েই যে এত বড় বিতর্কে ফেঁসে যেতে হবে তা ভাবতেও পারেননি বলিউড গায়ক শান (Shaan)।
যেকোনো উৎসবেই তারকারা সোশ্যাল মিডিয়াকে বেছে নেন অনুরাগীদের শুভেচ্ছা জানানোর জন্য। ইদেও তাঁর ব্যতিক্রম হয়নি। জাত ধর্ম নির্বিশেষে পবিত্র ইদের আনন্দে মেতে উঠেছিলেন অনেকেই। আবার এদিনই পালিত হয়েছে হিন্দুদের পবিত্র ধর্মীয় উৎসব অক্ষয় তৃতীয়া। সেই উৎসবেরও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
শান একটি ছবি শেয়ার করে জানিয়েছেন ইদের শুভেচ্ছা। সাদা পোশাক, মাথায় ফেজ টুপি পরে নমাজ পড়ার ভঙ্গিতে বসে নিজের একটি ছবি তুলেছেন গায়ক। সেই ছবিটি শেয়ার করেই তিনি লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ইদের শুভেচ্ছা’। এই ছবির জন্যই চূড়ান্ত সমালোচনার মুখে পড়তে হয় শানকে। এমনকি একজন হিন্দু ব্রাহ্মণ হয়েও এভাবে ইদ মোবারক কীভাবে বলতে পারেন তিনি, ওঠে সেই প্রশ্নও।
শেষমেষ পোস্টের কমেন্ট বক্স অফ করে দিয়ে একটি ভিডিও বার্তায় সমালোচকদের উত্তর দেন শান। তিনি স্পষ্টই বলেন, এটা কোনো রকম সাফাই নয়। ২০২০ সালে ‘করম করদে’ নামে একটি মিউজিক ভিডিও এসেছিল তাঁর। সেই ভিডিওর জন্য এমন সাজে সেজেছিলেন তিনি। কিন্তু এই ছবিটি শেয়ার করার জন্য এমন সমালোচনা সইতে হবে তা ভাবতেও পারেননি বলে জানান শান।
গায়কের মতে, অন্য ধর্মের পোশাকে সেজে সেই ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোয় কোনো অন্যায় নেই। একজন হিন্দু, ব্রাহ্মণ হওয়ার পাশাপাশি তিনি একজন ভারতীয়ও। শান বলেন, ‘ছোট থেকেই আমাকে শেখানো হয়েছে সব ধর্মকে সম্মান করতে এবং সব উৎসব পালন করতে। আমি এটাই বিশ্বাস করি আর সব ভারতীয়কেই এটাই বিশ্বাস করা উচিত। এবার আপনার চিন্তা ভাবনা নিয়ে আপনি থাকুন’।