বাংলা হান্ট ডেস্কঃ স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার কোনও মহিলা কয়েদির ফাঁসি হতে চলেছে। উত্তর প্রদেশের মথুরায় একমাত্র মহিলা ফাঁসিঘরে অমরোহার বাসিন্দা শবনমকে ফাঁসির সাজা দেওয়া হবে। এরজন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। নির্ভয়ার দোষীদের ফাঁসি দেওয়ার পর পবন জল্লাদ এই ফাঁসি ঘরের দুবার নিরীক্ষণ করেছেন। যদিও, এখনও পর্যন্ত ফাঁসির তারিখ নির্ধারণ হয়নি।
উল্লেখ্য, অমরোহার বাসিন্দা শবনম ২০০৮ এর এপ্রিল মাসে নিজের প্রেমিকের সঙ্গে মিলে নিজের পরিবারের সাতজনকে কুড়ুল দিয়ে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করেছিল। এই মামলায় সুপ্রিম কোর্ট শবনমের ফাঁসির সাজা বহাল রেখেছিল। রাষ্ট্রপতিও শবনমের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন। আর এবার ভারত স্বাধীন হওয়ার পর শবনম প্রথম মহিলা কয়েদি হতে চলেছে, যাকে ফাঁসি দেওয়া হবে।
উল্লেখ্য, ১৫০ বছর আগে উত্তরপ্রদেশের মথুরাতে মহিলা ফাঁসিঘর বানানো হয়েছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনও মহিলাকে ফাঁসি দেওয়া হয়নি। বরিষ্ঠ জেল আধিকারিক শৈলেন্দ্র কুমার বলেন, এখনও ফাঁসির তারিখ নির্ধারণ হয়নি। কিন্তু আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। ডেথ ওয়ারেন্ট জারি হলেও শবনমকে ফাঁসি দেওয়া হবে।
জেল সুপার অনুযায়ী, পবন জল্লাদ দু’বার ফাঁসিঘরের নিরীক্ষণ করে গিয়েছে। সে প্রস্তুতিতে কিছু খামতি দেখতে পেরেছে, সেটির সমাধান করা হচ্ছে। বিহারের বক্সর থেকে ফাঁসির দড়ি আনা হচ্ছে। যদি শেষ মুহূর্তে কোনও বাধা না আসে, তাহলে স্বাধীন ভারতে শবনমই প্রথম মহিলা হবে যার ফাঁসি দেওয়া হবে।