কিছুদিন আগে ভারতীয় মহিলা দলের প্রাপ্তন অধিনায়ক মিতালি রাজ টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেন। কারণ হিসেবে মিতালি জানান তার জীবনে একটাই স্বপ্ন ছিল সেটা হল 50 ওভারের ওয়াল্ড কাপ জেতা আর তাই 50 ওভারে নিজেকে আরও বেশি ভালো করে তৈরি করার লক্ষ্যে মিতালি টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ক্রিকেটে আমরা দেখেছি একজনের দরজা বন্ধ হয়ে গেলে অপর একজনের দরজা খুলে যায়। তাই মিতালির অবসারের কারণে এবার ভারতীয় দলে উনার পরিবর্তে নেওয়া হল মাত্র 15 বছর বয়সী শাফালি বর্মাকে। আর শাফালির এই কম বয়সেই অভিষেক দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক অভিষেকের কথা।
আগামী 24 শে সেপ্টেম্বর থেকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর এই সিরিজের জন্যই ভারতীয় মহিলা ক্রিকেট দলে ডাকা হয়েছে শাফালি বর্মাকে।
চলতি বছর যখন আইপিএল চলছিল সেই সময়েই মহিলা ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল মহিলা টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। সেই টুর্নামেন্টে মিতালি রাজের দলে অর্থাৎ ভেলোসিটির হয়ে খেলতে দেখা যায় এই হরিয়ানার তরুণীকে। সেই টুর্নামেন্টে দুর্দান্ত খেলে নির্বাচকদের মন জয় করেছিলেন শাফালি বর্মা।
এই 15 বছর বয়সী ভারতীয় দলের উঠতি প্রতিভা শাফালি বর্মা নিজের আইডল হিসাবে মনে করেন কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে। উনি জানান শচীন টেন্ডুলকারের ব্যাটিং দেখেই আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মায়। ছোটো থেকে শচীন টেন্ডুলকারের ব্যাটিং দেখেই বড় হয়েছি। এবং তখন থেকেই আমার ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল।
অপরদিকে শাফালি বর্মা জানায় যে, তার বাবার স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হওয়ায় কিন্তু নানান বাধার জন্য সেটা করে উঠতে পারেন নি তার বাবা। তাই ছোটো থেকেই শাফালিকে ক্রিকেটার বানানোর জন্য মরিয়া ছিল তার বাবা। তাকে সমস্ত রকমের সাহায্য করেছে তার বাবা।