সন্তানের জন্ম প্রাকৃতিক বিষয়, এতে কারও দখল দেওয়া উচিৎ না! জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বললেন ইউপির সাংসদ

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের সম্ভল থেকে সমাজবাদী পার্টির (Samajwadi Party) সাংসদ শফিকুর রহমান বার্ক (Shafiqur Rahman Barq) ধর্মান্তকরণ নিয়ে বিতর্কিত বয়ান দিলেন। সমাজবাদী পার্টির সাংসদ বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, নির্বাচন সামনে আসছে বলে বিজেপি ঘৃণার রাজনীতি করছে। এরফলে ক্ষতি বিজেপিরই হবে। বিজেপি ঘৃণার পলিসি ছড়িয়েছে, হিন্দু-মুসলিমদের মধ্যে বিদ্বেষ ছড়িয়েছে। শফিকুর রহমান বার্ক বলেন, বেশি ভোট পাওয়ার জন্য বিজেপি এই কাজ করছে।

আরেকদিকে, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন নিয়ে সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বার্ক বলেন, এটা প্রকৃতির মামলা। আল্লাহ সবাইকে জন্ম দিয়েছে, জীবন আর মৃত্যু ওনার হাতে রয়েছে। কারও এই বিষয়ে দখল দেওয়ার অধিকার নেই। তিনি বলেন, কত সন্তান জন্ম হবে তা প্রকৃতির উপর নির্ভর করে। প্রাকৃতিক এই কাজে দখল দেওয়ার অধিকার কারও নেই।

উল্লেখ্য, উত্তর প্রদেশের পঞ্চায়েত মন্ত্রী চৌধুরী ভুপেন্দ্র সিংহ বলেছিলেন, বর্ধিত জনসংখ্যা দেশের জন্য বড় বিপদ। দেশের বেশীরভাগ সমস্যা বেড়ে চলা জনসংখ্যার কারণেই সৃষ্টি হয়েছে। আমরা প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সাধারণ মানুষের চাহিদা পূরণের কাজ করছি। কিন্তু দেশের সামনে বেড়ে চলা জনসংখ্যা সবথেকে বড় সমস্যা। এবার এটা নিয়ন্ত্রণ করা উচিৎ।

প্রসঙ্গত, অসমে দ্বিতীয়বার বিজেপি ক্ষমতায় আসার পর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে দুই সন্তান নীতি লাগু করার ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দুইয়ের বেশি সন্তান হলে রাজ্যের প্রকল্প থেকে তাঁদের বঞ্চিত করা হবে। অসমের এই ঘোষণার পর উত্তর প্রদেশেও এমন আইন আনার পরিকল্পনা চলছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর