অরাজকতা থেকে বাঁচতে তালিবানকে স্বীকৃতি দিন! বিশ্বকে হুঁশিয়ারি পাক মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে তালিবানের সরকার গঠনের জন্য উঠেপড়ে লাগা পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি গোটা বিশ্বকে বড় হুঁশিয়ারি দিয়ে দিলেন। কুরেশি বলেছেন, যদি বিশ্বকে অরাজকতা থেকে বাঁচাতে হয়, তাহলে তালিবানদের স্বীকৃতি দিন।

শাহ মেহমুদ কুরেশি বলেছেন, তালিবানের প্রাথমিক বয়ান সকরাত্মক এবং প্রেরণাদায়ক। উনি আশা করেছেন যে, তালিবান সরকার আফগানিস্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড়সড় পদক্ষেপ নেবে। কুরেশি বলেছেন, আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর দুটি বিকল্প রয়েছে। একটি হল, আফগানিস্তানকে তাঁদের মতো ছেড়ে দেওয়া। দ্বিতীয় বিকল্প হল, আমরা সবাই মিলে আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিয়ে ওই দেশে স্থায়ীত্ব আনার কাজে সাহায্য করি।

কুরেশে বলেছেন, যদি গোটা বিশ্ব আফগানিস্তানকে নিজের হালে থাকার জন্য ছেড়ে দেয়, তাহলে ভুল বিকল্প বাছাই করা হবে। এরফলে গোটা দেশে অরাজকতা আর গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আর এর প্রভাব গোটা বিশ্বে পড়বে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য গোটা বিশ্বকে তালিবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ওদের ব্যস্ত রাখতে হবে। এরকম না করলে বিশ্বে হামলার বিপদ বেড়ে যাবে। যা গোটা বিশ্বের কাছেই ক্ষতিকারক হবে।

শাহ মেহমুদ কুরেশি বলেছেন, ৯০-র দশকে অনেক দেশই তালিবানকে স্বীকৃতি দিয়েছিল না। এই ভুল দ্বিতীয়বার করা উচিৎ না। কুরেশি আরও বলেন, বিশ্বকে এটা দেখা উচিৎ যে, তালিবান নিজেদের প্রতিশ্রুতি কতটা পালন করতে পারে। কুরেশি বলেন, তালিবান এখন আর আগের মতো নেই। ওঁরা দায়িত্ববান সংগঠন হয়ে উঠেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর