ইজরায়েলের বিরুদ্ধে পাকিস্তানের সংসদে মারাত্মক ঘোষণা করলেন পাক বিদেশ মন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ প্যালেস্তাইনের (palestine) বিরুদ্ধে বিমান হামলার প্রতিবাদে তুরস্কের পর এবার ইজরায়েলের (israel) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল পাকিস্তান (paksitan)। জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই বিষয়ে সমর্থন পাওয়ার আশায় তুরস্ক পাড়ি দিচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি (shah mahmood qureshi)

ডন সংবাদপত্র সূত্রের খবর, তুরস্কে যাচ্ছেন পান বিদেশমন্ত্রী। সেখানে গিয়ে তিনি প্যালেস্তাইন এবং সুদানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও দেখা করবেন। শুধু তাই নয়, পাকিস্তানবসীকেও শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়ে প্যালেস্তাইনের পাশে দাঁড়ানোর আবেদন করেছেন তিনি।

kfbbvbvs

প্যালেস্তাইনে বিমান হামলার প্রতিবাদে শুক্রবার গোটা পাকিস্তান জুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করার ঘোষণা করলেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। এমনকি এই বিষয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনের বিষয়েও জানান তিনি।

মেহমুদ কোরেশি জানিয়েছেন, জাতিসংঘে একটি আপাতকালীন সভা ডাকা হবে, যেখানে পাকিস্তান এবং তুরস্কের আধিকারিকরা প্যালেস্তাইনের হয়ে কথা বলবে। সেখানে প্যালেস্তাইনের সুরক্ষার বিষয়েও আলোচনা হবে।

israel 0

গত ১৬ ই মে প্যালেস্তাইনের বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক সংগঠিত হয়। একদিকে মুসলিম দেশগুলো একত্রিত হয়ে বৈঠক করে, আর অন্যদিকে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষার পারিষদের বৈঠক হয়, যেখানে চীনের বিদেশমন্ত্রী নেতৃত্ব দিয়েছিলেন।

জাতিসংঘে শাহ মাহমুদ কুরেশি বলেন, কাশ্মীর এবং প্যালেস্তাইনের বিষয়কে কখনই ছোট করে দেখা হবে না। ন্যায় পাওয়ার রাস্তা কঠিন হলেও, সত্যের পাল্লা সবসময় ভারী হয়’। তাঁর কথায়, ‘প্যালেস্তাইনে হামলার প্রতিবাদে পশ্চিমী দেশের রাজধানীর রাস্তায় নেমেছে মানুষের ঢল। ইউরোপীয় দেশেও এর প্রতিবাদ হচ্ছে। স্যশাল মিডিয়াতেও এই প্রতিবাদ প্রদর্শিত হচ্ছে’।

Smita Hari

সম্পর্কিত খবর