“আমাকে একটু অস্কারটা ধরতে দিও”, RRR-র রাম চরণের কাছে আর্জি শাহরুখ খানের

বাংলা হান্ট ডেস্ক: পাঠান ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। এই ছবির গান রিলিজের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিভিন্ন বিতর্ক। তবে পাঠান ছবির সমর্থন করেছেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু তারকা। সেই সমর্থনের তালিকায় রয়েছেন তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রি তারকারাও। শাহরুখ খান (Shah Rukh Khan) প্রত্যেককে উত্তরও দিয়েছেন আলাদা করে। অস্কারের জন্য এক দিকে যেমন শাহরুখ রাম চরণকে (Ram Charan) শুভেচ্ছা জানিয়েছেন ঠিক তেমনই অন্যদিকে, জিভে জল আনা খাবার খাওয়াতে বলেছেন বিজয়কে।

টুইটে রাম চরণ লিখেছিলেন, “শুভেচ্ছা জানাই পাঠানের গোটা টিমকে। @iamsrk স্যার আমরা মুখিয়ে রয়েছি আপনাকে অ্যাকশন সিকোয়েন্সে দেখার জন্য। #পাঠানট্রেলার।” এই টুইটের জবাবে শাহরুখ লেখেন,”মেগা পাওয়ার স্টার #alwaysramcharan তোমাকে আমার অনেক ধন্যবাদ। ভারতে যখন তোমার RRR টিম অস্কার নিয়ে আসবে, দয়া করে আমাকে তা স্পর্শ করতে দিও! অনেক ভালোবাসা।” শাহরুখের এই টুইটের জবাবে রাম চরণ লেখেন,”@imsrk স্যার অবশ্যই। এই পুরস্কার ভারতীয় সিনেমার।”

ইতিমধ্যেই বিশ্বমঞ্চে বহু পুরস্কার জিতেছে দক্ষিণের ছবি আরআরআর (RRR)। অন্যদিকে, আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের পাঠান। এই ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া ও আশুতোষ রানা। শাহরুখ খান ফের একবার বড় পর্দায় ফিরছেন প্রায় পাঁচ বছর পর। স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে শাহরুখ ভক্তদের মনে তৈরি হয়েছে উচ্চাশা।

 

এরই সাথে এই ছবিটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ছবির গান ও ট্রেলার ইতিমধ্যেই ঝড় তুলেছে। নিন্দুকেরা এই ছবির গান নিয়ে তৈরি করেছেন মিম। পাশাপাশি এই ছবির উপরি পাওনা বহু বছর পর বড় পর্দায় ডিম্পল কাপাডিয়ার প্রত্যাবর্তন। সব নিয়ে পাঠান মুক্তির অপেক্ষায় এখন গোটা হিন্দুস্তান।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর