কেন হলিউডে কাজ করতে চান না শাহরুখ? জানালেন আসল কারণ

হলিউড শাহরুখ খানের (Shah Rukh Khan) দরজায় কড়া নাড়লে কী করবেন তিনি? কিং খানকে এই প্রশ্ন করা হলে তিনি হাস্যকর ভঙ্গিতে বলেন, “ইংরেজরা সেটা ভালো বলতে পারবে।” ভারতের বাদশাহ শাহরুখ খানকে (Shah Rukh Khan) প্রায়ই প্রশ্ন করা হয় কেন তিনি তাঁর ৩০ বছরের কেরিয়ারে একটিও হলিউড ছবি করেননি? তবে বরাবরই হাস্যকর উত্তর দিয়ে প্রশ্ন এড়িয়ে যান তিনি। তবে সম্প্রতি আবারও এই প্রশ্ন করা হলে উত্তর দেন কিং খান।

বলিউডের জো অপ্রিয় অভিনেতা তিনি। ভারত সহ গোটা বিশ্বে তাঁর ফ্যান প্রচুর। তাঁর জন্মদিনের দিন মন্যতের সামনে জমায়েত হয় এক বিশাল ভিড়। অনুরাগীদের সঙ্গে দেখা করতে বেরিয়ে আসেন শাহরুখও। সম্প্রতি হিন্দি সিনার ইতিহাসে বদলে দিয়েছে শাহরুখের দুই মুভি পাঠান ও জাওয়ান। শাহরুখের লাইফের সবথেকে বড় ব্লকবাস্টার এটি। এত বড় গ্র্যান্ড কামব্যাক কোনও হিরোই করতে পারেননি বলেছে তথ্য।

   

Shah Rukh Khan

হলিউড শাহরুখ খানের (Shah Rukh Khan) দরজায় কড়া নাড়লে কী করবেন তিনি?

তবে হলিউড ছবিতে কেন কাজ করেন না শাহরুখ? এই প্রিশেলনের উত্তরে কিং খান বলেন, “মানুষ আমাকে এবং আমার কাজকে পছন্দ করে, আমাকে সম্মান করে। আজ আমি ও আমার পরিবারের যা কিছু আছে, এই মানুষগুলোই দিয়েছে। এমতাবস্থায়, তাঁর দেওয়া সম্মানকে সম্মান করা আমার কাজ।” এই কথার পর মুচকি হেসে তিনি আরও বলেন, ‘আমি হিন্দি সিনেমা থেকে যা ভালোবাসা পেয়েছি, আমার জন্য তা যথেষ্ট।’

এরপর শাহরুখ খানকে জিজ্ঞাসা করা হয় তাঁর স্বপ্নের কথা, তাঁর স্বপ্নের চলচ্চিত্র সম্পর্কে। শাহরুখ খান বলেন, “আমার স্বপ্ন হল এমন একটি ভারতীয় ছবি বানানো যা দর্শকরা হলিউডের ছবিতে দেখে। আমি একজন অভিনেতা, প্রযোজক বা লেখক হিসাবে সেই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত কিনা তা বিবেচ্য নয়। আমি শুধু চাই এমন একটি চলচ্চিত্র তৈরি হোক, এমন একটি গল্প লেখা হোক যা সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে এবং আমি এর একটি ছোট অংশ হতে পারি।’

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর