বলিউডের কিং খান তিনি। একাধিক ছবিকে সযত্নে সুপারহিট বানিয়ে তুলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। কুছ কুছ হোতা হ্যায় টু পাঠান, প্রত্যেকটি ছবিতেই বক্স অফিস কাঁপিয়েছিলেন তিনি। নাচ, গান কিংবা সিনেমার প্লট নয়, ক্যামেরার সামনে তাঁর উপস্থিতি থাকাটাই যথেষ্ট। কোটি কোটি ভক্তরা তাঁকে ভগবানের মতো শ্রদ্ধা করেন। তাঁর জন্মদিনের দিন মন্নতের সামনে চলে উৎসব। হাজারও ভক্তরা তাঁকে দেখার। Jny ভিড় জমায়।
হ্যাঁ। এটাকেই বলে শাহরুখ ম্যাজিক। নিজের উপস্থিতি দিয়েই ছবিকে হিট করার ম্যাজিক মন্ত্রই হল শাহরুখ খান (Shah Rukh Khan)। কিন্তু, জানেন কি ভক্তদের পছন্দের এই অভিনেতা একসময় রাস্তায় দিন কাটাতেন? জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। ছোট বয়সেই মা বাবা মারা যাওয়ায় অভাবে দিন কাটাতে হয়েছে তাঁকে। পকেটে ১০০ টাকা নিয়ে প্রেমের টানে প্রেমিকাকে খুঁজতে এসেছিলেন মুম্বই। তারপরেই পেটের তাঁর স্টুডিও পাড়ায় হাজির হন শাহরুখ।
একাধিক ছবিকে সযত্নে সুপারহিট বানিয়ে তুলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)
প্রথমে একাধিক হিন্দি ধারাবাহিকে কাজ করতেন তিনি। তারপর পৌঁছে জন বড় পর্দায়। দিব্যা ভারতী ও ঋষি কাপুর অভিনীত দিওয়ানা সিনেমাটিতে প্রথম অভিনয় করেন তিনি। তারপরে কাভি হা কাভি না, ডর, বাজিগর ইত্যাদি সিনেমার মধ্যে দিয়ে নিজের অভিনয়কে আরও বেশি ফুটিয়ে তোলেন তিনি। তবে, পরবর্তীকালে তিনি জানিয়েছিলেন, যে সেই ছবিগুলি তিনি শুধুমাত্র টাকা রোজগার করতে গিয়ে করেছিলেন।
শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি দারিদ্রতাকে এতটাই কাছ থেকে দেখেছেন, তাই তিনি দারিদ্রতাকে ভয় পান। তিনি জীবনে কখনওই গরীব হতে চান না। তিনি রোজ ভগবানকে ধন্যবাদ জানান, মাথার উপর ছাদ ও পেট ভরা খাবারের জন্য। কারণ তিনি জানেন খিদের জ্বালাটা ঠিক কি। প্রসঙ্গত, তিনি ওই সাক্ষাৎকারে বলেছিলেন বাজিগর সালমান, ডোর সিনেমায় আমির না বলায়, সেই ছবি তাঁর ঝুলিতে আসে।