শাহরুখ খানের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার অভিযুক্ত! জিজ্ঞাসাবাদে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বাদশাকে চেনেন অথচ “মন্নত”কে জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল! কারণ “মন্নত” হল শাহরুখের বিলাসবহুল বাংলোর নাম! তাঁর জন্মদিনে এই বাংলোর নিচেই প্রিয় নায়ককে দেখতে ভিড় জমান হাজার হাজার অনুরাগী। কিন্তু, এবার এই বাংলোই উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল! তবে, ওই যে কথায় আছে “যেমন কর্ম, তেমন ফল”। পুলিশের জালে ধরা পড়ে আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে গুণধরের।

জানা গিয়েছে যে, উড়ো ফোনে মুম্বইয়ের একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার হুমকি মেলে গত সপ্তাহে। তালিকায় ছিল ‘মন্নত’-ও। পাশাপাশি, মহারাষ্ট্র পুলিশের দফতরে আসা ওই ফোনটিতে বাণিজ্যনগরীর বেশ কিছু জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোর হুমকিও দেওয়া হয়েছিল।

আর তারপরই এক্কেবারে নড়েচড়ে বসে প্রশাসন। জোরদার তল্লাশির পর জানা যায় যে, ফোনটি এসেছিল মধ্যপ্রদেশের জবলপুর থেকে। সেখান থেকেই খবর যায় মধ্যপ্রদেশ পুলিশের কাছে। তাঁরাই জবলপুর থেকে পাকড়াও করেন জীতেশ ঠাকুর নামে এক ব্যক্তিকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, মত্ত অবস্থাতেই “মন্নত”-সহ মুম্বইয়ের একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার ওই হুমকি-ফোন করেছিলেন জীতেশ। শুধু তাই নয়, এর আগেও একাধিকবার এমন কান্ড ঘটিয়েছেন তিনি।

বিবাহিত জীবনে অশান্তি এবং সংসারে নিত্য ঝামেলার জেরেই নাকি তিনি এমন কান্ডকারখানা করেছেন! এদিকে, এই ঘটনার পরে আপাতত মধ্যপ্রদেশ পুলিশের হেফাজতে রয়েছেন অভিযুক্ত। এর পরে তাঁকে তুলে দেওয়া হবে মহারাষ্ট্র পুলিশের হাতে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X