মিশন ইমপসিবল থেকে শুরু করে ক্যাপ্টেন আমেরিকা, ধুম ও সাহোর কপি! পাঠানের ট্রেলারেই পড়ল ধরা

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খানের (Shahrukh Khan) পরবর্তী ছবি পাঠান (Pathaan) এর ট্রেলার। ইতিমধ্যেই এই ছবিটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু ট্রেলার মুক্তি পাওয়ার পর অনেকেই মনে করছেন যে এই ছবির বেশ কিছু সংলাপ (Dialogue) ও দৃশ্য (Scene) বিভিন্ন ছবি থেকে কপি করা। আসুন আজ আমরা দেখে নেব এই ছবির দৃশ্য ও সংলাপের সাথে কোন কোন অতীত সিনেমার মিল (Similarity) রয়েছে।

‘পাঠান’-এর একটি দৃশ্যে শাহরুখ খান বলছেন-
“একজন সৈনিক জিজ্ঞেস করে না দেশ তার জন্য কি করেছে। পরিবর্তে, দেশের জন্য তিনি কী করতে পারেন সেটাই বলেন। ভারত দীর্ঘজীবী হোক!”

https://twitter.com/SrkianDas04/status/1612724115819073536?s=20&t=TXMZ5GeKJZNzRYZr6KAchg

দৃশ্যের মিল:

1) ‘পাঠান’ ট্রেলারের শুরুর দৃশ্যটি মার্ভেল চলচ্চিত্র ‘ক্যাপ্টেন আমেরিকা – দ্য উইন্টার সোলজার’-এর অনুলিপি।

Pathan similarity

2) যশ রাজ ফিল্মসের ‘ধুম 3’ এবং ‘ওয়ার’ থেকে ‘পাঠান’-এর কিছু দৃশ্যও তুলে নেওয়া হয়েছে। কিন্তু এটা বিশ্বাস করা হয় যে কিছু পরিচালক তাদের নিজের ছবির দৃশ্যগুলি বহুবার পুনরাবৃত্তি করেন। তারপরে এটি তার ট্রেডমার্ক শট বা দৃশ্যে পরিণত হয়। মাইকেল বে-র ছবিতে যেমন নায়কের 360 ডিগ্রি শট রয়েছে। Quentin Tarantino এর সিনেমায় মহিলাদের পায়ের শট। স্ট্যানলি কুব্রিকের চরিত্রগুলো ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এই শটগুলি এই চলচ্চিত্র নির্মাতাদের পরিচয়ের অংশ। একইভাবে, সিদ্ধার্থ আনন্দ সম্পর্কে বলা হয় যে তাঁর ছবিতে বিখ্যাত আমেরিকান গাড়ির শট রাখা হয়।

Pathan similarity

3) ধুম 2 এবং মিশন ইম্পসিবল – ঘোস্ট প্রোটোকলের দৃশ্য কপি করা হয়েছে।

Pathan similarity

4) পাঠানের একটি শট অনুভব সিনহার ছবি ‘দস’ থেকে অনুপ্রাণিত বলে মনে হচ্ছে।

Pathan similarity

5) কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলছেন যে ‘পাঠান’-এর একটি দৃশ্য প্রভাসের ‘সাহো’ থেকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে সবকিছু কপি করা হয় না। কখনও কখনও এমনকি দুই ব্যক্তি একই জিনিস চিন্তা করতে পারেন। আপনি নীচে যে দৃশ্যটি দেখতে পাবেন সেটি ‘রেস 3’-এর যেটি মার্ভেল সিরিজ ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’-এর দৃশ্যের মতো। আবার এইরকম দৃশ্য ‘সাহো’-তে আছে।আবার ‘পাঠান’-এও আছে।

pathaan similarity

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর