‘আর কী করব…’, পথের কাঁটা প্রভাস! ‘সালার’-র ভয়ে ডাঙ্কির মুক্তি পিছিয়ে দিলেন শাহরুখ?

বাংলা হান্ট ডেস্ক : ইতিমধ্যেই বিশ্ববাজারে মোট ১০০০ কোটির উপরে ব্যবসা করে ফেলেছে শাহরুখের (Shah Rukh Khan) ‘জওয়ান’ (Jawan)। ভারতীয় বাজারেও পার করে গেছে ৬০০ কোটির গণ্ডি। শাহরুখের এই ছবি যে সবদিক দিয়েই সফল সে আর বলার অপেক্ষা রাখেনা। ‘জওয়ান’র পর পাইপলাইনে রয়েছে ‘ডাঙ্কি’ (Dunki)।

বলিউড ভিত্তিক মিডিয়ার খবর, এই ছবিটি প্রযোজনা করেছে গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ এবং তাপসী পান্নু। এছাড়াও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্র এবং ভিকি কৌশলকে। ছবি মুক্তির তোড়জোড় যখন তুঙ্গে ঠিক সেই সময়ই সামনে এল কপালে চিন্তার ভাঁজ ফেলার মত একটা খবর।

শোনা যাচ্ছে, ডাঙ্কির সাথে বেশ জোরদার টক্কর চলবে প্রভাসের সালার-র। অনেকেই ভাবছেন, সালার’র কারণে ডাঙ্কি-র মুক্তি পিছিয়ে দিলেও দিতে পারেন শাহরুখ। সম্প্রতি এই প্রসঙ্গে একটি পোস্ট করে তরণ আদর্শ লেখেন, ‘হ্যাঁ, এটা সত্যি এসআরকে বনাম প্রভাস, ‘ডাঙ্কি’ বনাম ‘সালার’ এই বড়দিনে দর্শকরা দেখতে চলেছে। য়য়য়য়য় একটি মেল পেয়েছেন যাতে উল্লেখ করা হয়েছে যে সালার এই ক্রিসমাসে আসবে [২২ ডিসেম্বর, ২০২৩]।’

আরও পড়ুন : লতা মঙ্গেশকরের নামে আস্ত মন্দির তৈরি করে ফেললেন এই ভক্ত! ঘটনা জানলে অবাক হবেন

এদিকে গত বুধবার এই নিয়ে Ask SRK সেশনে শাহরুখকে প্রশ্ন করেন এক ভক্ত। ভক্তের প্রশ্ন ছিল, ‘ডাঙ্কির মুক্তির তারিখ পিছোচ্ছে না তো?’ কিং খানের জবাব ছিল, ‘#ডাঙ্কি ফিক্সডই আছে। আর কী করব। মাথায় লিখিয়ে নেব?’ অন্যদিকে এক ভক্ত তাকে রাজকুমার হিরানি প্রসঙ্গে কিছু কথা লিখতে অনুরোধ করেন। জবাবে শাহরুখ লেখেন, ‘দুটো শব্দ, রাজু হল জাদু কি ঝাপ্পি আর জাদু কি পাপ্পি।’

আরও পড়ুন : মা হলে নষ্ট হবে ফিগার! গর্ভ ‘ভাড়া’ নিয়ে সন্তান জন্ম দিয়েছেন এই ৫ নায়িকারা

103950090

এসবের পাশাপাশি ভাইজানের টাইগার ৩-র টিজার নিয়েও প্রশ্ন করা হয় কিং খানকে। এক ইউজারের প্রশ্ন ছিল, ‘টাইগার ৩-এ আপনি বিরতির আগে আসবেন না বিরতির পরে?’ ভক্তদের মন জিতে নিয়ে বলিউড বাদশা বলেন, ‘ভাই যখনই ডাকবে, আমি তখনই চলে আসব।’ এদিকে আজকেই টাইগারের টিজার নিয়ে তিনি লিখেছেন, ‘এটা তো টিজার… টাইগার… পিকটার আভি বাকি হ্যায় মেরে দোস্ত… এটা দুর্দান্ত হতে চলেছে (ভিতরের খবর দিচ্ছি)। হা হা হা।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর