বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগতে কাস্টিং কাউচ নিয়ে বহুবার সরব হয়েছেন বিভিন্ন তারকা। শুধুমাত্র বলিউড নয়, টলিউড, কলিউডেও অনেকেই এই কাস্টিং কাউচের স্বীকার হয়েছেন বলে মুখ খুলেছেন অভিনেতা-অভিনেত্রীরা। এদের মধ্যে রয়েছেন তনুশ্রী দত্ত, সোনা মহাপাত্র, অদিতি রাও হায়দারি সহ দক্ষিণের রকুল প্রীত সিং, শ্রী রেড্ডি, মঞ্জরী ফড়নীশও। #MeToo নিয়ে অনেকেই সরব হয়েছেন, আবার অনেকেই সমালোচনাও করছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বলিউড বাদশা।
মহিলাদের পাশে দাঁড়িয়ে শাহরুখ বলেন, “মহিলাদের সঙ্গে অনেক সময়েই খারাপ ব্যবহার করা হয়। এটা আমাদের সকলেরই মেনে নেওয়া উচিত। ভবিষ্যতে এই আন্দোলন আরও বড় হবে।” তাঁর মতে, চলচ্চিত্র জগতে এই বিষয়টি নিয়ে আরও সচেতনতা বাড়ানো উচিত। বিষয়টা মেইনস্ট্রিম ছবিতেও উঠে আসা দরকার। পাশাপাশি তিনি আরও বলেন, নারীকেন্দ্রিক ছবি, ‘দঙ্গল’, ‘চক দে ইন্ডিয়া’, ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো ছবি আরও বেশি করে বানানো উচিত।
প্রসঙ্গত, বলিউডে #MeToo মুভমেন্ট শুরু হয় প্রাক্তন অভিনেত্রী তনুশ্রী দত্তের মাধ্যমে। অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে তিনি অভিযোগ আনেন যে, শ্যুটিং চলাকালীন তাঁকে অযাচিত ভাবে স্পর্শ করেছেন নানা। এই নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় হয় নেটদুনিয়া। সম্প্রতি সোনা মহাপাত্রের অভিযোগে একটি গানের রিয়েলিটি শোয়ের বিচারকের আসন থেকে সরিয়ে দেওয়া হয়েছে গায়ক অনু মালিককে।
তবে শুধু এঁরা নন, এই তালিকায় রয়েছেন অলোক নাথ, পরিচালক সুভাষ ঘাই, বিকাশ বহেল সহ আরও অনেকেই। অপর দিকে #MeToo অভিযুক্তদের সঙ্গে কাজ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন কঙ্কনা সেনশর্মা, সোনালি বোস, মেঘনা গুলজার, নন্দিতা দাস সহ আরও অনেক জনপ্রিয় পরিচালক ও অভিনেত্রী।