ভোট মিটতেই শাহরুখকে বিরাট সুবিধা দিল BJP! কী এমন পেলেন ‘বাদশা’? জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্কঃ শুধুমাত্র এদেশের নয়, শাহরুখ খান (Shah Rukh Khan) একজন ‘গ্লোবাল আইকন’। সমগ্র বিশ্বে অনুরাগী রয়েছে তাঁর। দিল্লির একটি সাধারণ পরিবারের ছেলে আজ ‘রাজ’ করছে অগুনতি মানুষের মনে। এবার সেই শাহরুখকেই বিরাট সুবিধা দিল BJP। ভোটের ফল ঘোষণার পরেই সামনে এসেছে বড় খবর।

শাহরুখ এমন একজন অভিনেতা যিনি নিজেকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করেন। খোলাখুলি রাজনীতি নিয়ে তেমনভাবে কথাও বলতে দেখা যায় না তাঁকে। তবে অভিনেতার পুত্র আরিয়ান খানের নাম যখন মাদককাণ্ডে জড়িয়েছিল, সেই সময় শাহরুখ অনুরাগীদের একাংশ BJP-র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন!

গত বছর আবার ‘জওয়ানে’ মরচে ধরা সিস্টেমের খোলনলচে বদলাতে সরকারের নির্বাচনের পাঠ দিতে দেখা গিয়েছিল কিং খানকে। যা নিয়ে গত বছর বিস্তর চর্চা হয়েছিল। এমনকি রাজনৈতিক মহলেও শুরু হয়ে গিয়েছিল দড়ি টানাটানি। তবে ২০২৪ লোকসভা নির্বাচন সম্পন্ন হতেই জানা গেল, সেই শাহরুখই এবার স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) তরফ থেকে বিশেষ ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডারের জয়জয়কার! ১৫ কেন্দ্রে মহিলা ভোটে জয় TMC-র, ফাঁস সবুজ ঝড়ের ‘আসল রহস্য’!

জানা যাচ্ছে, বলিউডের ‘বাদশা’র মীর ফাউন্ডেশনকে (Meer Foundation) স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে FCRA ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লাইসেন্স প্রদান করা হয়েছে। এর ফলে এই স্বেচ্ছাসেবী সংস্থার জন্য বিদেশ থেকে অনুদান গ্রহণ করতে পারবেন শাহরুখ। মাসখানেক আগেই শাহরুখের মীর ফাউন্ডেশনকে লাইসেন্স প্রদান করা হয়েছে বলে খবর। তবে সেই তথ্য প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। যদিও ঠিক কবে শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থাকে এই লাইসেন্স দেওয়া হল, তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, ২০১৩ সালে নিজের বাবার নামে উক্ত ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন শাহরুখ। এই সংস্থার মাধ্যমে বিগত প্রায় এক দশক ধরে দেশের অ্যাসিড আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন কিং খান। এবার তাঁর এই স্বেচ্ছাসেবী সংস্থাকেই বিদেশ থেকে অনুদান সংগ্রহের অনুমতি দিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ৫ বছর এই লাইসেন্সের মেয়াদ থাকবে বলে খবর।

Shah Rukh Khan

এদিকে ২০২০ সালের পর থেকে FCRA নিয়ে বেশ কড়াকড়ি করেছে কেন্দ্র। এমনকি নিয়ম ভাঙার কারণ দেখিয়ে গত কয়েক বছরে রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট, সেন্টার ফর পলিসি রিসার্চ, রাজীব গান্ধী ফাউন্ডেশনের লাইসেন্সও বাতিল করা হয়েছে। ওই বছরেরই সেপ্টেম্বর মাসে এই অ্যাক্টে বদলও আনা হয়েছে। বর্তমানে প্রত্যেকটি সংস্থার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এবার শাহরখের মীর ফাউন্ডেশনকে এই লাইসেন্স প্রদান করল কেন্দ্র। আগামী ৫ বছর নিজের স্বেচ্ছাসেবী সংস্থার জন্য বিদেশ থেকে অনুদান সংগ্রহ করতে পারবেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর