অপেক্ষার অবসান ঘটিয়ে চার বছর পর বড় পর্দায় শাহরুখ খান! মুক্তি পেল “পাঠান”-র প্রথম ঝলক

বাংলা হান্ট ডেস্ক: তিনি কিং খান! সিলভার স্ক্রিনে তাঁর উপস্থিতি মন ভরিয়ে দেয় আট থেকে আশি সকলেরই। কিন্তু, দীর্ঘদিন বলিউড বাদশাকে দেখা যায়নি বড় পর্দায়। স্বভাবতই, সিলভার স্ক্রিনে ফের তাঁকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন ভক্তমহল। তবে, এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ। আর তাঁর এই “কামব্যাক” যে রীতিমতো সাড়া ফেলবেই তা আর বলার অপেক্ষা রাখেনা। বুধবার দুপুরে নেটমাধ্যমে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত সিনেমা “পাঠান”-এর প্রথম ঝলক মুক্তি পায়। আর তারপর থেকেই জোর চর্চা শুরু হয়েছে এই সিনেমা নিয়ে। যশরাজ ফিল্মসের ব্যানারে আসতে চলেছে ছবিটি।

মোট ১ মিনিট ৫ সেকেন্ডের ওই “ফার্স্ট লুক”-এ প্রথমে জন আব্রাহাম এবং পরে দীপিকার দেখা মিললেও স্পষ্ট হয়নি শাহরুখের চেহারা। তবে, তাঁরা আবছায়া উপস্থিতি বেশ বোঝা গিয়েছে। পাশাপাশি, সেখানে কিং খান জানিয়ে দিয়েছেন “একটু অপেক্ষা করুন, পাঠানের সঙ্গে আলাপ হবে খুব শীঘ্রই।’’

এছাড়াও, সোশ্যাল মিডিয়ায় শাহরুখ নিজেও শেয়ার করেন এই ভিডিও। তিনি জানান যে, “জানি দেরি হয়ে গিয়েছে, কিন্তু তারিখটা মনে রাখুন। পাঠানের সময় শুরু হল, এখন। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে দেখা হবে আপনাদের সঙ্গে।” জানা গিয়েছে যে, হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।

এদিকে, ঘটনাচক্রে বুধবারই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র একটি তদন্তকারী দল জানিয়েছে যে, মাদক মামলা বা আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে কোনো ভাবে যুক্ত নন আরিয়ান তথা শাহরুখের ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আরিয়ান যে মাদক নেওয়া বা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনো প্রমাণ মেলেনি।

WhatsApp Image 2022 03 02 at 4.37.39 PM

পাশাপাশি, ওই দলের তরফে আরও জানানো হয়েছে যে, তদন্ত করতে গিয়ে প্রমোদতরী (কর্ডেলিয়া) অভিযানে শাহরুখ-পুত্রকে গ্রেফতারের পিছনেও বিস্তর ফাঁক সামনে এসেছে তাঁদের। প্রসঙ্গত উল্লেখ্য, মাদক-কাণ্ডে ছেলে আরিয়ান খানের গ্রেফতার হওয়ার পর সমস্ত ছবির কাজই সাময়িক ভাবে বন্ধ রাখেন বাদশা। স্বাভাবিকভাবেই, “পাঠান” ছবিটির কাজও বন্ধ থাকে। এদিকে, এই ছবি চলতি বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে, ছেলে জামিন পাওয়ার পরেই আবার কাজে ফেরেন শাহরুখ। তাই, পিছিয়ে যায় ছবি মুক্তির দিন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর