চূড়ান্ত ব্যর্থ হবে শাহরুখের ‘জওয়ান’! ভবিষ্যৎ বাণী কেআরকের

বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) জগতে তিনি পরিচিত স্বঘোষিত সিনেসমালোচক হিসেবে। তাঁর নিশানা থেকে বাঁচতে পারেনি বলিউডের তাবড় তাবড় তারকারাও। বরাবরই বিতর্কমূলক মন্তব্য করে খবরের শিরোনামে থাকেন কামাল রশিদ খান (Kamaal R Khan) ওরফে কেআরকে। আর এবার তার বিতর্কিত মন্তব্যের কোপ থেকে রক্ষা পেলেন না বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)।

খুব শীঘ্রই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত ছবি ‘ জওয়ান ‘। ফের একবার অ্যাকশন মুডে দর্শকদের সামনে ধরা দিতে চলেছেন বলিউড বাদশা। আর তার আগেই ছবি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন বলি পাড়ার সিনে সমালোচক কেআরকে।

Jawan

দীর্ঘ টালবাহানার পর অবশেষে প্রকাশ্যে এসেছে ‘জওয়ান’ ছবি মুক্তির দিনক্ষণ। জানা যাচ্ছে, আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে দক্ষিণী পরিচালক অ্যাটলি পরিচালিত এই ছবি। যদিও মুক্তির অনেক আগে থেকেই এই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

তবে ছবির ব্যর্থতার জন্য কিন্তু অপেক্ষা করে বসে আছেন কেআরকে। এমনকি এই ছবি যেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এমনটাই চাইছেন স্বঘোষিত সিনেসমালোচক। আর এই বিষয় নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন তিনি। লেখেন, ‘আমি শপথ নিলাম। যতক্ষণ না জওয়ান ফ্লপ হচ্ছে ততক্ষণ আমি আর শ্বাস নেব না। আর যদি এই ছবির ব্যর্থতা না আসে তাহলে আমি লন্ডনে চলে যাব’।

যদিও এই প্রথম নয়। ‘পাঠান’ মুক্তির আগেও এই একই ধরনের টুইট করেছিলেন কেআরকে। তবে সিনেসমালোচকের সেই ভবিষ্যৎবাণী মোটেই সত্য হয়নি। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে শাহরুখের পাঠান। এক কথায় বলতে গেলে এই ছবির হাত ধরেই ফিরে এসেছে বলিউডের সুদিন।

উল্লেখ্য, ‘পাঠান’- এর হাত ধরে দীর্ঘ চার বছর পর অভিনয় জগতে কাম ব্যাক করেছেন শাহরুখ খান। প্রিয় অভিনেতাকে বড়পর্দায় দেখতে হলমুখী হয়েছিলেন অগণিত ভক্ত। প্রায় দেড়শ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এই ছবি। আর এবার পালা ‘জওয়ান’এর। শাহরুখকে আরও একবার অ্যাকশন মুডে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। এখন দেখার, আদৌ কেআরকের এই ভবিষ্যৎবাণী সত্যি হয় নাকি মুখ থুবড়ে পড়তে হয় তাঁকে।

additiya

সম্পর্কিত খবর