বাংলা হান্ট ডেস্ক : দিনকয়েক আগেই বর্বরোচিত হামলার শিকার হয়েছেন বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় চারণকবি রাধাপদ রায় (Radhapada Ray)। আশির দোরগোড়ায় এসে যে এমন পরিস্থিতির শিকার হতে হবে একথা হয়ত তিনি নিজেও ভাবতে পারেননি। এইদিন হামলার পর সেই দেশের নাগরিকসহ শিল্পীরাও গর্জে উঠেছেন। অভিনেতা থেকে শুরু করে গায়ক, ক্রিকেটার সকলেই গর্জে উঠেছেন প্রতিবাদে।
পড়শিদেশের বহু মানুষই এই বৃদ্ধ মানুষটির উপর হওয়া বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করেছেন। সকলেই সমস্বরে বলেছেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এরপরেই ঘটনার প্রায় পাঁচদিন পর এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম, মহম্মদ রফিকুল ইসলাম। গত বুধবারই তাকে পাকড়াও করেছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের কুড়িগ্রামের একজন চারণ বা স্বভাবকবি হলেন রাধাপদ রায়, বয়সের ভার ৮০ অতিক্রম করেছে। শান্তশিষ্ট এই মানুষটি কবিতা লেখা, গান রচনা করেই দিন কাটান। আর সেইসব গান গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সকলকে শুনিয়েও থাকেন। কখনও কখনও গল্পের আসরও জমান। এইভাবেই সংসার চালিয়ে থাকেন এই বৃদ্ধ মানুষটি।
আরও পড়ুন : ICU থেকে বেরোলেও বিপদ কাটেনি! গুরুতর অসুস্থ শ্বেতার মা, স্বাস্থ্যের খবর দিলেন ‘যমুনা ঢাকি’
তবে গত শনিবার রাত থেকেই সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে গেছে। কয়েকজন দুষ্কৃতি বৃদ্ধের বাড়িতে ঢুকে রাধাপদ রায়কে বাঁশ দিয়ে বেধড়ক পেটায়। তার গোটা পিঠ ছড়ে যায় সেই আঘাতে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। গ্রামের দুই ব্যক্তি মহম্মদ রফিকুল ইসলাম এবং কদুর রহমানের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। এরপরেই পুলিশের হাতে ধরা পড়ে মহম্মদ রফিকুল ইসলাম।
আরও পড়ুন : স্টার জলসার মহালয়ায় রয়েছে বিশেষ চমক, কোয়েলের পাশাপাশি রয়েছেন তৃণা-সন্দীপ্তাও
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কবির ছেলে জানিয়েছেন, মাস ছয়েক আগে তার বাবার সাথে ঐ ব্যক্তিদের মধ্যে কথা কাটাকাটি হয়। আর সেই বিষয়কে কেন্দ্র করেই এইদিন রাধাপদ রায়কে তারা বাঁশ দিয়ে পিটিয়েছে। নিন্দনীয় এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকেই। বাংলাদেশি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, গায়িকা শাহানা বাজপেয়ী, বাংলাদেশি প্রাক্তন ক্রিকেটার ইমতিয়াজ মাহমুদ সকলেই গর্জে উঠেছেন।