ভারত-পাক ম্যাচে আফ্রিদি কিছুই করতে পারবে না! কোহলিদের সামনে হলো বড় রহস্য ফাঁস…

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তারপরেই বিশ্বকাপের (2023 ODI World Cup) মঞ্চে আরও একবার একে অপরের মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan)। দুই দলই চলতি বিশ্বকাপে অসাধারণ ছন্দে রয়েছে। অনেকেই মনে করছেন যে ব্যাটাররা নয়, আহমেদাবাদে এই মেগা ম্যাচে দুই দলের বোলারদের মধ্যে যাদের পারফরম্যান্স ভালো হবে তারাই তফাৎ গড়ে দেবেন। এরপর খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) নাকি শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)? হাইভোল্টেজ ভারত ম্যাচে বল হাতে নায়ক হবেন কে?

আহমেদাবাদে চলতি বিশ্বকাপে এখনো অবধি কেবলমাত্র একটি ম্যাচ হয়েছে। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের সেই ম্যাচ দেখে এটা বোঝা গিয়েছে যে হয়তো পরিস্থিতি ব্যাটিংয়ের জন্য খুবই ভালো থাকবে, কিন্তু বোলাররা বুদ্ধি খাটিয়ে বোলিং করলে তারাও ব‍্যাটারদের চমকে দিতে পারবেন।

shami bumrah

এরপর প্রশ্ন উঠতে শুরু করেছে যে আফ্রিদি আর বুমরার মধ্যে কোন বোলারের এই পিচে সফল হওয়ার সম্ভাবনা বেশি। এবার এই প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার ইরফান পাঠান। কারণ দিয়ে তিনি দেখিয়েছেন ভারত ও পাকিস্তানের এই দুই তারকা বোলারের মধ্যে কে বেশি এগিয়ে এবং আহমেদাবাদে সফল হওয়ার সম্ভাবনা কার বেশি।

আরও পড়ুন: সচিন, কোহলির ক্লাবে প্রবেশ করলেন রোহিত! বিশ্বক্রিকেটের শীর্ষে ৩ ভারতীয়

ইরফান পাঠান মনে করেন যে বুমরা ও আফ্রিদির মধ্যে ভারতীয় তারকা ফাস্ট বোলার অনেক বেশি এগিয়ে। আহমেদাবাদে তার সফল হওয়ার সুযোগ পাকিস্তানি তারকার চেয়ে অনেক বেশি। ইরফান এই কথা শুধুমাত্র নিজের দেশের পক্ষ নিয়ে বলেননি, এর পেছনে যথাযথ কারণও দেখিয়েছেন।

আরও পড়ুন: এই বড় রেকর্ডের মুখোমুখি রোহিত! ছেড়ে দেবেন না পাকিস্তানের বোলিংকে, ভয়ে কাঁপছে বাবরের ভারত

তিনি বলেছেন যে নতুন বল হাতে আফ্রিদি অত্যন্ত বিপজ্জনক এবং যে কোনও প্রতিপক্ষকে চমকে দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু বুমরা মাঝের ওভারগুলিতে এবং ডেথ ওভারে আফ্রিদির চেয়ে অনেক বেশি ভয়ংকর। একজন কমপ্লিট বোলার হিসেবে তিনি অনেক এগিয়ে পাকিস্তানের তারকা পেসারের চেয়ে। ভারতীয় তারকার ভক্তরা আশা করবেন যে ইরফানের এই কথা যেন আগামী শনিবার সত্যি প্রমাণিত হয়।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর