ভারত-পাক ম্যাচ সম্পূর্ণ না হলেও কলম্বোতে জয়ী ক্রিকেট! বুমরা পুত্রের জন্য বিশেষ উপহার শাহীন আফ্রিদির

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ১০ই সেপ্টেম্বর রবিবার, ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) এশিয়া কাপের (2023 Asia Cup) সুপার ফোর পর্যায়ে একে অপরের মুখোমুখি হলেও ম্যাচ সম্পূর্ণ করা যায়নি। আবার ১১ই সেপ্টেম্বর দুপুর ৩ টে থেকে দুই দল রিজার্ভ ডে-এর সময়ে মাঠে নামবে। তখনই হবে চূড়ান্ত ফয়সলা। তার আগে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার সময় ঘটলো একটি মন ছোঁয়া ঘটনা।

সকলেই জানেন যে ভারতীয় দলের তারকা পেসার যশপ্রীত বুমরা সদ্যই পিতা হয়েছেন। এশিয়া কাপের মাঝপথে তিনি দেশে এসে নিজের সদ্যোজাত সন্তানকে দেখে গিয়েছেন। নেপালের বিরুদ্ধে ম্যাচে সেই কারণে মাঠে নামতে পারেননি তিনি। এবার সেই প্রসঙ্গে একটি মনছোঁয়া কাজ করলো পাকিস্তান দল।

পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদির হাতে করে আজ বুমরার ছোট্ট ছেলে অঙ্গদের জন্য একটি উপহার তুলে দেওয়া হয় ভারতের তারকা ফাস্ট বোলারের হাতে। তার হাতে ওই উপহার তুলে দিয়ে বুমরা পুত্রের ভবিষ্যৎ নিয়ে শুভকামনা জানান শাহীন। স্মিত হাসি হেসে ধন্যবাদ জানান বুমরাও। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

তবে আজ মাঠে শাহীন আফ্রিদির সময়টা খুব একটা সুখের কাটেনি। ম্যাচের প্রথম ওভারেই তার ডেলিভারি বাউন্ডারির সীমানা পার করিয়ে দেন রোহিত শর্মা। নিজের কেরিয়ারে প্রথমবারের জন্য এমন অভিজ্ঞতার সাক্ষী হলেন পাকিস্তানের তারকা পেসার। এরপর শুভমান গিল তাকে এক ওভারে ৩টি চার মারেন। অবস্থা সঙ্গীন হয়ে গিয়েছিল তার।

আরও পড়ুন: ৩০০ তম ODI খেলতে নেমে ৫০-এর ফিফটি! ইতিহাসে প্রথম ক্রিকেটার এই অবিশ্বাস্য কাজ করলেন রোহিত

পরে অবশ্য ফিরে এসে নিজের দ্বিতীয় স্পেলে স্লোয়ারে ঠকিয়ে গিলকে ড্রেসিংরুমে ফেরান শাহীনই। এরপর বিরাট কোহলি ও লোকেশ রাহুল ক্রিজে থাকার সময়ই বৃষ্টি আসে ও ম্যাচটি রবিবারের জন্য বন্ধ হয়ে যায়। সোমবার দুপুর ৩-টে থেকে একই ওভার থেকে ম্যাচটি আরম্ভ হবে। কালকে রিজার্ভ ডে-তে ম্যাচ খেলে ভারতকে ১২ তারিখ নামতে হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর