জ্ঞানবাপী মসজিদের পর শাহি ইদগাহ! সিল করার দাবি জানিয়ে মামলা দায়ের মথুরা আদালতে

বাংলাহান্ট ডেস্ক: বারাণসীর জ্ঞানবাপী মসজিদকে নিয়ে চর্চা চলছে তুঙ্গে। এই পরিস্থিতির মধ্যেই এবার মথুরার শাহি ইদগাহ মসজিদ সিল করার দাবিতে আদালতে মামলা দায়ের হল। মঙ্গলবার হিন্দুত্ববাদীদের তরফ থেকে মথুরা আদালতে দায়ের আবেদন জানানো হয়েছে, জ্ঞানবাপী মসজিদের মতো ‘হিন্দুত্বের প্রমাণ’ মিলেছে শাহি ইদগাহেও। এই নিয়ে ইলাহাবাদ হাই কোর্টে সেগুলির সমীক্ষা এবং ভিডিয়োগ্রাফির দাবিতে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার রায় ঘোষণার আগেই ইদগাহ থেকে ‘হিন্দুত্বের প্রমাণ’ নষ্ট করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে অবিলম্বে পুরো চত্বরটি সিল করার আবেদন জানানো হয়েছে আদালতে।

আবেদনকারী পক্ষের আইনজীবী মহেন্দ্রপ্রতাপ সিংহ বলেন, ‘‘কাশীর তথাকথিত জ্ঞানবাপী মসজিদ চত্বরে সমীক্ষা এবং ভিডিয়োগ্রাফির প্রাথমিক রিপোর্ট দেখার পরে সোমবার আদালত ‘মা শৃঙ্গার গৌরীস্থল’ (মসজিদের ওজুখানা এবং বেসমেন্ট এলাকা) সিল করার নির্দেশ দিয়েছে। সেখানে প্রাচীন শিবলিঙ্গের সন্ধান মিলেছে। আমাদের আশঙ্কা, মথুরার শাহি ইদগাহ থেকে এবার এমন ঐতিহাসিক প্রমাণগুলি নষ্ট করে ফেলার চেষ্টা হবে।’’ এই পরিস্থিতিতে তিনি আবেদন জানান ইদগাহ চত্বর সিল করার জন্য। মথুরা আদালত আবেদন গ্রহণ করে আগামী ১ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে বলেই জানিয়ে দিয়েছে ।

প্রসঙ্গত, মথুরার প্রাচীর কাটরা স্তূপ (যা কাটরা কেশবদাস নামে পরিচিত) এলাকায় ‘শ্রীকৃষ্ণ জন্মস্থান কমপ্লেক্সের পাশেই রয়েছে শাহি ইদগাহ মসজিদ। হিন্দুত্ববাদীদের দাবি, ইদগাহের ওই জমিতে কৃষ্ণের গর্ভগৃহে ছিল প্রাচীন কেশবদাস মন্দির। কাশীর ‘আসল বিশ্বনাথ মন্দিরের’ মতোই মথুরার মন্দিটিও ধ্বংস করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। অভিযোগ, সেখানে শাহি ইদগাহ মসজিদ নির্মাণ করেছিলেন তিনি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর