আমাদেরকে লক্ষ্য করে ভারতীয়রা পাথর ছুঁড়েছিল, তাও জিতেছি! বিশ্বকাপের আগে বোমা ফাটালেন আফ্রিদি

   

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অনেক টালবাহনার পর অবশেষে এশিয়া কাপ (Asia Cup 2023) কিভাবে আয়োজন করা যায় সেই নিয়ে একটি মীমাংসায় আশা গিয়েছে। পাকিস্তানের হাত থেকে আয়োজকের দায়িত্ব পুরোপুরি কেড়ে না নিয়ে টুর্নামেন্টের বেশিরভাগ অংশ স্থানান্তরিত করা হয়েছে শ্রীলঙ্কায়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) যে ডাক তুলেছিল ভারতের মাটিতে আয়োজিত আসন্ন ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023) বয়কট করার, সেই সম্পর্কে তারা আর কোনও উচ্চবাচ্যও করছে না।

আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল এবং পাকিস্তান ক্রিকেট দলের সূচি ইতিমধ্যেই জানা হয়ে গিয়েছে সকলের। কোয়ালিফায়ার খেলে যোগ্যতা অর্জনকারী দুই দেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান আরম্ভ করবেন বাবর আজমরা। ভারতের বিরুদ্ধে তারা খেলবেন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

এই সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কিছুটা আপত্তি ছিল। আহমেদাবাদে তাদের ক্রিকেটাররা পুরোপুরি সুরক্ষিত নন এমন দাবি করে এই ম্যাচের ভেন্যু বদলাবার চেষ্টা করেছিলেন তারা। তাতে যদিও শেষপর্যন্ত কোনও লাভ হয়নি। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই দাবির সঙ্গে একমত হননি প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক শাহিদ আফ্রিদি।

পিসিবির এই দাবি শুনে তিনি আশ্চর্য হয়ে মন্তব্য করেছেন, “আমি বুঝতে পারছি না নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে অসুবিধা কোথায়? ওখানে কি অগ্নুৎপাত হয় নাকি জায়গাটা ভুতুড়ে! ভারতীয় ক্রিকেটারদের যদি সেখানে খেলতে কোন সমস্যা না থাকে তাহলে আমাদের সমস্যা হবে কেন?”

তিনি আরও বলেছেন, “২০০৫ সালে আমরা যখন ভারতের মাটিতে বেঙ্গালুরুতে আয়োজিত টেস্ট জিতেছিলাম তখন ভালো ক্রিকেট খেলা সত্বেও গোটা স্টেডিয়াম আমাদেরকে অভিবাদন জানায়নি। আমাদের টিম বাসের ওপর পাথরও ছোঁড়া হয়েছিল। সাময়িক অস্বস্তি হলেও সিরিজে দারুণ মজা হয়েছিল। আমি বলব পাকিস্তান ক্রিকেট দলের ভারতের মাটিতে অবশ্যই বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত এবং নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতকে হারিয়ে সকলকে জবাব দেওয়া উচিত।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর