বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পাকিস্তানের সর্বকালের সেরা অলরাউন্ডার কে? এই প্রশ্নের উত্তরে ইমরান খানের সাথে অনেকেই যার নাম নেবেন তিনি হলেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। ব্যাট হাতে বিধ্বংসী এবং বল হাতে কার্যকরী এই অলরাউন্ডার ভারতের বিরুদ্ধে একাধিক ম্যাচ জেতানো পারফরম্যান্স করেছেন। তিনি বহুদিন ধরেই বিতর্কিত সব মন্তব্যের জন্য নিজেকে শিরোনামে দেখতে অভ্যস্ত।
অতীতে একাধিকবার ভারত পাকিস্তান সম্পর্ক, ক্রিকেট, কাশ্মীর ও আরও নানান বিষয় নিয়ে মন্তব্য করে তিনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের বিরাগভাজন হয়েছেন। তিনি যে একজন দক্ষ ক্রিকেটার সেই নিয়ে কারোর মনে কোনও সন্দেহ নেই। কিন্তু এই মন্তব্য করার স্বভাবের জন্য অতীতেও এবং বর্তমানেও তিনি সমালোচিত হয়ে থাকেন।
সম্প্রতি তিনি একটি একাদশ বেছে নিয়েছেন যেটি তার মতে সর্বকালের সেরা। কিন্তু সকলকে চমকে দিয়ে এই তালিকায় পাঁচজন পাকিস্তানের ক্রিকেটারকে স্থান দিয়েছেন তিনি। বিরাট কোহলি, ব্রায়ান লারা, মুথাইয়া মুরলিধরণ, ভিভিয়ান রিচার্ডসদের মত তারকা ক্রিকেটারদের নেওয়ার সুযোগ থাকলেও তিনি তাদের কাউকেই সেরা একাদশে জায়গা দেননি।
মাত্র একজন ভারতীয় ক্রিকেটারকে নিজের এই একাদশ তিনি জায়গা দিয়েছেন এবং তিনি হলেন সচিন টেন্ডুলকার। সচিনকে অত্যন্ত শ্রদ্ধা করেন আফ্রিদি কিন্তু অতীতে তাকে নিয়েও নানান রকম অদ্ভুত অদ্ভুত মন্তব্য করেছেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক আফ্রিদির নির্বাচিত এই সেরা একাদশ।
আফ্রিদির পছন্দের একাদশ: সৈয়দ আনোয়ার, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, সচিন টেন্ডুলকার, ইনজামাম-উল-হক, জ্যাক ক্যালিস, রশিদ লতিফ, ওয়াসিম আক্রম, শোয়েব আখতার, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন