সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন আফ্রিদি, দলে জায়গা পেলেন এই মহান ভারতীয় প্লেয়ার

বাংলা হান্ট ডেস্কঃ বিভিন্ন খেলোয়াড়দের পছন্দের সর্বকালের সেরা একাদশ দেখার জন্য রীতিমত মুখিয়ে থাকেন সমর্থকরা। এবার এই তালিকায় অন্তর্ভুক্ত হল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির নাম। শাহিদ আফ্রিদি তার সমর্থকদের জন্য বেছে নিয়েছেন নিজের পছন্দের একটি সেরা একাদশ। যদিও তা একদিনের ম্যাচের নিরিখে নাকি টেস্ট ম্যাচের নিরিখে সেকথা বলেননি এই বিস্ফোরক ব্যাটসম্যান। একইসঙ্গে এই একাদশের কোন অধিনায়কও বেছে নেন নি তিনি। আসুন দেখে নেওয়া যাক কাকে কাকে স্থান দিয়েছেন এই পাক তারকা।

ওপেনার হিসেবে আফ্রিদি বেছে নিয়েছেন সাঈদ আনোয়ার এবং অ্যাডাম গিলক্রিস্টকে। দুই বাঁহাতি বিস্ফোরক ব্যাটসম্যানই যে রীতিমতো ত্রাস সৃষ্টি করতেন বোলারদের মনে এ নিয়ে কোন সন্দেহ নেই। এই দলে তিন নম্বর এবং চার নম্বরে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং এবং ভারতীয় ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকার। পাঁচ নম্বরে খেলার জন্য আফ্রিদি তার দলে বেছে নিয়েছেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক ইনজামাম-উল-হককে।

ছয় নম্বরে রয়েছেন সাউথ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস। জানিয়ে রাখি বল এবং ব্যাট দুই ক্ষেত্রেই ক্যালিস্ট ছিলেন নিজের সময়ের অন্যতম সেরা। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে সাত নম্বরে রয়েছেন রশিদ লতিফ। পাকিস্তানি এই উইকেটকিপার যে সর্বকালের অন্যতম সেরা এ নিয়ে কোন সন্দেহ নেই, কিন্তু এক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনিকে উপেক্ষা করা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠতে পারে। তাছাড়া অ্যাডাম গিলক্রিস্ট নিজেও একজন দুর্দান্ত উইকেট কিপার। তাই আফ্রিদির এই পছন্দ নিয়ে কিছুটা প্রশ্ন উঠতে পারে।

নিজের দলে মাত্র চারজন বোলারই খেলিয়েছেন আফ্রিদি, পঞ্চম বোলার হিসেবে জ্যাক ক্যালিসকে রাখায় বাকি চার বোলার হিসেবে তিনি বেছে নিয়েছেন ওয়াসিম আক্রম, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা এবং শোয়েব আখতারকে। সব মিলিয়ে শাহিদ আফ্রিদির বেছে নেওয়া টিম সত্যিই ভীষণ শক্তিশালী। তবে এক্ষেত্রে হয়তোবা রশিদ লতিফের জায়গায় মহেন্দ্র সিং ধোনি কিংবা অন্য কোন বোলারকে বেছে নিতে পারতেন আফ্রিদি।

1 66

আফ্রিদির সর্বকালের সেরা একাদশঃ

সাঈদ আনোয়ার, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার, ইনজামাম-উল-হক, জ্যাক ক্যালিস, রশিদ লতিফ (উইকেটরক্ষক), ওয়াসিম আক্রম, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা এবং শোয়েব আখতার।

 

 

 

Abhirup Das

সম্পর্কিত খবর