পাকিস্তানের হিন্দু মন্দিরে ত্রাণ বিলি করলেন শাহিদ আফ্রিদি, প্রশংসায় পঞ্চমুখ অসহায় হিন্দুরা

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের প্রকোপ পাকিস্তানেও জারি আছে। ওই দেশে এখনো পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ এই মারক ভাইরাসে আক্রান্ত হয়েছে। পাকিস্তানের সরকার লকডাউন ঘোষণা করেছে, আর এই লকডাউনের কারণে লক্ষ লক্ষ পাকিস্তানির না খেয়ে মরার মতো উপক্রম হয়েছে। আর এই দুঃসময়ে মানুষের সাহায্যের জন্য পাকিস্তান (Pakistan) ক্রিকেটের অলরাউন্ডার শাহিদ আফ্রিদি (Shahid Afridi) এগিয়ে এসেছেন। আফ্রিদি লাগাতার নিজের ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের সাহায্য করে চলেছেন। উনি চারদিন আগে করাচির প্রসিদ্ধ শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরেও গেছিলেন।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবথেকে দ্রুত শতরান করা আফ্রিফি লক্ষ্মীনারায়ণ মন্দিরে পৌঁছে হিন্দুদের ত্রাণ বিতরণ করেন। আফ্রিদির মন্দিরে ত্রাণ বিতরণ করা এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর সবাই ওনার এই কাজের খুব প্রশংসাও করেন।

আফ্রিদি নিজের ট্যুইটারে এই ত্রাণ সামগ্রী বিতরণের ছবি শেয়ার করেছেন। উনি ট্যুইটারে লেখেন, ‘এই সঙ্কটের সময়ে আমরা একসাথে আছি, আর থাকব। একতাই আমাদের শক্তি।” আফ্রিদির এই কাজের জন্য ওই মন্দিরে উপস্থিত হিন্দুরা ওনাকে আশীর্বাদ করেন।

আফ্রিদি মন্দিরে একা যান নি, ওনার সাথে উপস্থিত ছিলেন পাকিস্তানের বিখ্যাত স্কোয়াশ খেলোয়াড় জাহাঙ্গীর খান। উনিও আফ্রিদিকে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সাহায্য করেন। জাহাঙ্গীর আফ্রিদির ফাউন্ডেশনের সভাপতি। উল্লেখ্য, পাকিস্তানের এক হিন্দু টেনিশ খেলোয়াড় আফ্রিদিকে একটি ভিডিও পাথিয়েছিলেন, ওই ভিডিওতে পাকিস্তানে হিন্দুদের রেশন না দেওয়া অভিযোগ উঠেছিল। এরপর থেকেই আফ্রিদি লাগাতার হিন্দুদের সাহায্য করে চলেছে। করাচি ছাড়া সিন্ধ প্রান্তেও হিন্দুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আফ্রিদির ফাউন্ডেশন।


Koushik Dutta

সম্পর্কিত খবর