বাংলাহান্ট ডেস্ক : অফস্ক্রিনে কম প্রেমের সম্পর্কের সাক্ষী থাকেনি বলিউড ইন্ডাস্ট্রি। বহু অভিনেতা অভিনেত্রীই একসঙ্গে কাজ করতে গিয়ে কখন যে অভিনয়টাই বাস্তব হয়ে গিয়েছে টের পাননি। এমনি এক জুটি ছিলেন করিনা কাপুর এবং শাহিদ কাপুর (Shahid Kapoor)। ইন্ডাস্ট্রির সবথেকে চর্চিত জুটিদের মধ্যে একেবারে প্রথম দিকে নাম ছিল তাঁদের। কিন্তু বলিউডের এই লাভবার্ডস যখন আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন বড়সড় শোরগোল পড়েছিল বলিপাড়ার অন্দরে।
বিচ্ছেদ নিয়ে প্রথম বার অকপট শাহিদ (Shahid Kapoor)
ঠিক কী কারণে বিচ্ছেদ হয়েছিল এত জনপ্রিয় একটি জুটির তা কখনোই জানা যায়নি। এ বিষয়ে কখনো স্পষ্ট করে কিছুই বলেননি শাহিদ (Shahid Kapoor) করিনা। তাঁদের সম্পর্কের বিষয়টা অবশ্য স্বীকার করে নিয়েছিলেন তাঁরা জনসমক্ষে। আর এবার এক সাক্ষাৎকারে বিচ্ছেদ নিয়ে কথা বলতে শোনা গেল তাঁকে।
ব্যক্তিগত জীবন আড়ালে রাখেন অভিনেতা: এমনিতে ব্যক্তিগত জীবন নিয়ে তেমন মুখ খুলতে দেখা যায় না শাহিদকে (Shahid Kapoor)। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কেরিয়ারের কারণে কখনো একা ঘরে বসে কেঁদেছেন তিনি? উত্তরে শাহিদ (Shahid Kapoor) জানিয়েছিলেন, সিনেমার কারণে না কাঁদলেও মন ভাঙার কারণে কেঁদেছিলেন তিনি।
আরো পড়ুন : বাঁদরের জন্য বরাদ্দ ফাইভ স্টার হোটেল, পারিশ্রমিক গোবিন্দার থেকেও বেশি! কোন ছবিতে?
মেকআপ নিয়েই কেঁদে ফেলেছিলেন: সেই ঘটনার বিষয়ে অভিনেতা বলেন, তিনি তখন মেকআপ রুমে ছিলেন। তাঁকে কাঁদতে দেখে মেকআপ আর্টিস্ট বলেছিলেন, সবেমাত্র মেকআপটা শেষ হয়েছে, আর এখনই তিনি একি করছেন! তখন কাঁদতে কাঁদতেই শাহিদ (Shahid Kapoor) বলেছিলেন, তাঁর কিছুই করার নেই। তাঁর মনে হচ্ছিল যেন নিজেকে ধ্বংস করছেন।
আরো পড়ুন : ‘পিকচার আভি বাকি হ্যায়’… মুক্তির এক বছর পরেও দাপট অব্যাহত, ভারতের পর এই দেশে মুক্তি পেল ‘জওয়ান’
তিনি স্পষ্টই জানিয়েছিলেন, তিনি সেদিন খুব কেঁদেছিলেন ঠিকই, তবে সেটা সিনেমার জন্য নয়। যদিও বিচ্ছেদটা করিনার সঙ্গে হয়েছিল কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেতা। তবে তা বুঝতে বাকি থাকেনি কারোরই। এখন অবশ্য দুজনেই আলাদা আলাদা পথে এগিয়ে গিয়েছেন। নিজেদের সংসার জীবনেও সুখী আছেন শাহিদ করিনা।