দাম্পত‍্য জীবনের সাত বছর পরেও সমস‍্যা! রোজ রাতে অশান্তি হয় শাহিদ-মীরার মধ‍্যে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ইশক ভিশক থেকে কবীর সিং, অভিনয় কেরিয়ারে লম্বা রাস্তা পার করে এসেছেন শাহিদ কাপুর (Shahid Kapoor)। সুপুরুষ চেহারার জন‍্য বরাবরই মহিলা ফ‍্যান ফলোয়িং বেশি থেকেছে তাঁর। এমনকি বিয়ে হয়ে দুই সন্তানের বাবা হয়ে যাওয়ার পরেও এখনো একই রকম আবেদন শাহিদের।

সাত বছর আগে মীরা রাজপুতকে (Meera Rajput) বিয়ে করেন অভিনেতা। অভিনয় জগতের না হয়েও এখন বলিউডে থাকতে থাকতে এই ইন্ডাস্ট্রিরই অংশ হয়ে উঠেছেন তিনি। ফ‍্যাশন সেন্স এবং বুদ্ধিমত্তা দিয়ে শাহিদের স্ত্রী ছাড়াও নিজস্ব একটা পরিচয় বানিয়েছেন মীরা।


গ্ল‍্যামার জগতে সম্পর্ক টেকে না, এমন অভিযোগ বহুবার উঠেছে। শাহিদের আগের সম্পর্ক, করিনা কাপুরের সঙ্গে প্রেমও গড়ায়নি বিয়ের পিঁড়ি পর্যন্ত। কিন্তু তিনি যে প্রিয় মানুষদের গুরুত্ব দেন, সম্পর্ক ধরে রাখতে জানেন, তার প্রমাণ গত সাত বছর ধরে দিয়ে আসছেন শাহিদ। তবে কফি উইথ করনে এসে ফাঁস হল, এখনো পর্যন্ত প্রত‍্যেক রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন তিনি!

কফি উইথ করনে আসা মানে তারকাদের ব‍্যক্তিগত জীবনের নাড়িনক্ষত্র টেনে বের করেন সঞ্চালক। শাহিদের ক্ষেত্রেও তার ব‍্যতিক্রম হয়নি। র‍্যাপিড ফায়ার পর্বে করন প্রশ্ন করেন, এত বছর পরেও কোন জিনিসটা নিয়ে ঝগড়া হয় শাহিদ মীরার মধ‍্যে? অভিনেতা সঙ্গে সঙ্গে উত্তর দেন, ফ‍্যানের স্পিড কত থাকবে তা নিয়ে।

এর আগেও কফি উইথ করনে এসেছেন শাহিদ। সঙ্গে ছিলেন মীরাও। সেবারেও এই একটি বিষয় নিয়ে বিবাদ শুরু হয়েছিল দুজনের মধ‍্যে। অভিনেতা জানিয়েছিলেন, মীরা ঘর একদম ঠাণ্ডা করে দু তিনটে কম্বল গায়ে দিয়ে ঘুমোতে ভালবাসেন। কিন্তু শাহিদের তা পছন্দ নয়। তাই নিয়েই ঝগড়া।

কিন্তু স্ত্রীর কি সবকিছুই খারাপ? মোটেই নয়। মীরার প্রশংসাও করেছেন শাহিদ। তিনি জানান, মীরা তাঁর জীবনটাকে সঠিক ভারসাম‍্য দিয়েছেন। তাঁকে স্বাভাবিক থাকতে সাহায‍্য করেন। দুই সন্তানকে নিয়ে ভরা সংসার এখন শাহিদ মীরার।

সম্পর্কিত খবর

X