‘কবীর সিং’ এর সাফল‍্যের পর ভিক্ষের ঝুলি নিয়ে সবার দোরে দোরে ঘুরেছিলাম: শাহিদ কাপুর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একটা লম্বা বিরতির পর ফের নতুন ছবি নিয়ে ফিরছেন শাহিদ কাপুর (shahid kapoor)। শেষবার ‘কবীর সিং’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ২০১৯ এ মুক্তি পায় শাহিদ কাপুর ও কিয়ারা আডবানী অভিনীত ‘কবীর সিং’। বক্স অফিসে চূড়ান্ত সাফল‍্য পেয়েছিল ছবিটি। মোট ৩৭৯ কোটি টাকা আয় করেছিল শাহিদের এই ছবি। ওই বছরে সবথেকে বেশি সাফল‍্য পেয়েছিল কবীর সিং। উল্লেখ‍্য, শাহিদের কেরিয়ারে এই ছবিই সবথেকে বেশি ব‍্যবসা করেছিল।

তবে ছবিটি নিয়ে বিতর্কও কম হয়নি। এই ছবির মাধ‍্যমে পরিচালক পুরুষত্বের দম্ভকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন বলে প্রতিবাদে সরব হয় নেটজনতার একাংশ। এমনকি এই রোষের মুখে পড়েন ছবির অভিনেতা অভিনেত্রী শাহিদ কাপুর ও কিয়ারা আডবানীও। তবে কোনো কিছুই ছবিটির সাফল‍্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।


কিন্তু যে ছবি এত সফলতা পেয়েছে তাঁর অভিনেতাকেই কেউ কাজ দিতে চাননি পরবর্তী কালে। সম্প্রতি এমনি বিষ্ফোরক সত‍্য প্রকাশ করলেন শাহিদ। এক সাক্ষাৎকারে তিনি জানান, কবীর সিং তুমুল হিট হয়েছিল ঠিকই। কিন্তু তিনি অকুল পাথারে পড়েছিলেন। কেউ তাঁকে কাজ দিতে চাইছিল না। এক অদ্ভূত পরিস্থিতির মধ‍্যে পড়েছিলেন অভিনেতা।

শাহিদের কথায়, “কবীর সিং মুক্তি পাওয়ার পর আমি ভিক্ষুকের মতো সবার দোরে দোরে ঘুরেছিলাম। আমি ওই সব মানুষের কাছে গিয়েছিলাম যারা ২০০-২৫০ কোটি টাকার ছবি করেছে। এই ক্লাবের সদস‍্য আমি কোনোদিনই ছিলাম না, তাই আমার কাছে এটা সম্পূর্ণ নতুন ছিল। ১৫-১৬ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েও কখনো এত বেশি ব‍্যবসা করেনি আমার ছবি। তাই যখন এটা সত‍্যি সত‍্যিই হল, আমি জানতাম না যে কার কাছে যাব।”

শাহিদ নিজের নতুন ছবি ‘জার্সি’র পরিচালক গৌতম তিন্নানুরির প্রতি কৃতজ্ঞতা জানান। কারণ ‘জার্সি’ ছবির প্রস্তাব তাঁর কাছে ‘কবীর সিং’ এর আগে এসেছিল। কিন্তু তিনি ‘কবীর সিং’ই আগে করেছিলেন। শাহিদ বলেন, “সমস্ত কৃতিত্ব গৌতমের। ও আমার জন‍্য অপেক্ষা করেছে আমার সঙ্গে কাজ করার জন‍্য। আমি খুশি যে এই ছবিটা করতে পেরেছি। আমি বলতেই পারি যে এটা আমার সেরা ছবি।”


পালটা পরিচালক গৌতম জানান, শাহিদের সঙ্গে কাজ করা তাঁর কেরিয়ারে সেরা অভিজ্ঞতা। কবীর সিংয়ের বিপুল সাফল‍্যের পরেও এতটুকুও পালটাননি অভিনেতা। সদ‍্য মুক্তি পেয়েছে জার্সির ট্রেলার। ছবিতে একজন ব‍্যর্থ ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করছেন শাহিদ। তাঁর বিপরীতে রয়েছেন ম্রুনাল ঠাকুর। এটি আসলে একটি তেলুগু ছবির রিমেক। ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ছবিটি।

X