পঞ্চাশ পেরিয়ে ফের বাবা হলেন শাহিদ কাপুরের সৎ পিতা রাজেশ খট্টর, সন্তানের ছবি আনলেন প্রকাশ‍্যে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের পিতৃত্বের স্বাদ পেলেন অভিনেতা রাজেশ খট্টর (rajesh khattar)। পঞ্চাশ পেরিয়ে ফের বাবা হলেন বলিউডের ইয়ং ব্রিগেডের অভিনেতা ঈশান খট্টরের বাবা। সম্পর্কে তিনি শাহিদ কাপুরের (shahid kapoor) সৎ পিতা। প্রায় এক বছর আগে দ্বিতীয় সন্তানের জন্ম হলেও সম্প্রতি ছেলেকে প্রকাশ‍্যে এনেছেন রাজেশ।


দ্বিতীয় স্ত্রী বন্দনা সাজনানির সঙ্গে ১২তম বিবাহ বার্ষিকী উপলক্ষে দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ‍্যে আনেন রাজেশ। দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন বনরাজ। ছবিতে দেখা গিয়েছে অভিনেতা ছেলেকে কোলে নিয়ে সেলফি তুলছেন, বা মা বন্দনা সন্তানৈর মাথায় এঁকে দিচ্ছেন স্নেহ চুম্বন।
ক‍্যাপশনে রাজেশ লিখেছেন, ‘সবাইকে এই প্রথমবার দেখছি আমি। বাবা বলে গোটা বিশ্ব কঠিন।পরিস্থিতির মধ‍্যে দিয়ে যাচ্ছে। কিন্তু এই খারাপ সময়টাও কেটে যাবে ও শিশুদের জন‍্য আরও সুন্দর এক পৃথিবী গড়ে উঠবে।’ ছবিগুলি প্রকাশ‍্যে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে। অনুরাগীরাও শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছে খট্টর পরিবারকে।

https://www.instagram.com/p/B_tihaxgKkM/?igshid=4m86a867mydv

পঞ্চাশ পেরিয়ে ফের বাবা হওয়া কতটা কঠিন ছিল? এই প্রসঙ্গে অভিনেতা জানান, বিষয়টা বেশ জটিল। কিন্তু শেষপর্যন্ত তাঁদের ইচ্ছাশক্তিরই জয় হয়। স্ত্রী বন্দনার কথায়, “মা হওয়ার জন‍্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম। তিনবার গর্ভপাত, তিনবার আইইউটি ফেলিওর ও তিনবার আইভিএফের পর আজ সফল।”

https://www.instagram.com/p/B3hV-cVgQ7Q/?igshid=g7k0bbd6xgtl

প্রসঙ্গত, শাহিদ কাপুরের বাবার সঙ্গে বিচ্ছেদের পর রাজেশ খট্টরকে বিয়ে করেন শাহিদের মা নীলিমা আজিম। জন্ম হয় ঈশানের। তারপর ২০০১ এ বিচ্ছেদও হয়ে যায় তাঁদের। ২০০৮ এ ফের বন্দনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ছোটপর্দার অভিনেতা রাজেশ খট্টর।

সম্পর্কিত খবর

X