বাংলা হান্ট নিউজ ডেস্ক: বেশ ফুরফুরে মেজাজে ছিল পাকিস্তান শিবির। গতকাল হংকংকে কার্যত গুঁড়িয়ে দিয়ে তারা সুপার ফোরে নিজেদের যোগ্যতা অর্জন নিশ্চিত করেছে। ভারতের বিরুদ্ধে ম্যাচে ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তবে হার স্বীকার করেছিল তারা। বোলাররাও প্রত্যেকেই রয়েছেন দুর্দান্ত ফর্মে। বাবর আজম কিছুটা অফ ফরমেট থাকলেও মহম্মদ রিজওয়ান নিজের সেরা ছন্দেই রয়েছেন। সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে নামার আগে বেশ কিছুটা আত্মবিশ্বাসীই ছিল পাক শিবির।
কিন্তু ভারতের বিরুদ্ধে নামার আগের দিন অর্থাৎ শনিবার দুঃসংবাদ উঠে এলো পাক শিবির থেকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করে জানিয়ে দিল যে পেশার সেখানে ভারতের বিরুদ্ধে সুপার ফোরের প্রথম ম্যাচে অন্তত নামতে পারবেন না কারণ তিনি হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বোলিং করতে গিয়ে একটি চোট পেয়েছেন। ফলে মাথায় হাত পাক সমর্থকদের।
ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে দাহানি বল হাতে তেমন কিছু করতে পারেননি। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান দিয়ে কোনো উইকেট তুলতে পারেননি তিনি। কিন্তু শেষদিকে ব্যাটিং করতে নেমে বেশকিছু গুরুত্বপূর্ণ রান পাকিস্তানের স্কোরে যোগ করে দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। তার ৬ বলে ১৬ রানের ক্যামিওতে ভর করেই ভারতের সামনে লড়াই করার মতো স্কোর খাড়া করতে পেরেছিলেন বাবর আজমরা। ফলে তাঁর না থাকাটা বেশ কিছুটা চিন্তার খবর তো বটেই।
বাবরদের জন্য এই খবর আরো বেশি চিন্তার কারণ টুর্নামেন্ট শুরুর আগেই শাহীন শাহ আফ্রীদি এবং মোহাম্মদ নাসিম জুনিয়রকে চোটের জন্য হয়েছিল পাকিস্তান শিবির। এবার দাহানির চোটে শুধুমাত্র পেস বোলার হিসেবে বাকি থাকলেন নাসিম শাহ এবং হ্যারিস রউফ। দাহানির জায়গায় সম্ভবত দলে আসা হাসান আলীকে সুযোগ দেবে পাকিস্তান।
সম্ভাব্য পাকিস্তান একাদশ: বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ফখর জামান, খুশদীশ শাহ, ইফতিকার আহমেদ, আসিফ আলী, শাদাব খান, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, হ্যারিস রউফ, হাসান আলী