ভারতের থেকে ভালো দেশ, হিন্দুর থেকে ভালো বন্ধু আর মোদীর থেকে ভালো নেতা মুসলিমরা আর কোথাও পাবেনা! বললেন মুসলিম নেতা

বাংলা হান্ট ডেস্কঃ বিহার সরকারে শিল্প মন্ত্রী তথা বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেইন দেশের মুসলিমদের সুরক্ষা নিয়ে বড় বয়ান দিলেন। বিজেপির নেতা বলেন, দেশের মুসলিমরা সম্পূর্ণ ভাবে সুরক্ষিত, যদি কেউ নিজেকে অসুরক্ষিত মনে করেন তাহলে আমি সেই বিষয়ে নজর দেব। অসুরক্ষিত মুসলিমদের সুরক্ষার গ্যারান্টি আমি নিজে দেব।

শাহনওয়াজ হুসেইন বলেন, ভারতের থেকে ভালো দেশ, হিন্দুদের থেকে ভালো বন্ধু আর মোদীর থেকে ভালো নেতা মুসলিমরা আর কোথাও পাবেনা। তিনি বলেন, ভারতের মুসলিমরা সম্পূর্ণ সুরক্ষিত আর খুশি, অন্য ইসলামিক দেশে মুসলিমদের অবস্থা ভারতের মুসলিমদের মতো ভালো না।

Syed Shahnawaz Hussain

কৃষক আন্দোলন নিয়ে বিজেপির নেতা শাহনওয়াজ হুসেইন বলেন, কৃষক আন্দোলনের নামে যেমন উৎপাত করা হয়েছে, সেটা কোনদিনও কৃষকরা করতে পারবে না। তিনি বলেন, কৃষকদের সঙ্গে আমাদের সরকারের কোনও শত্রুতা নেই, তবে দেশের নাম বদনাম করা মানুষদের ছাড়বে না বিজেপির সরকার। পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম নিয়ে বিজেপির নেতা বলেন, এর আগেও দাম বেড়েছে, আবার কমেওছে। এবার দাম বেড়েছে, আগামী দিনে আবারও দাম কমবে। সরকার সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার যথাসম্ভব প্রচেষ্টা করে চলেছে।

শাহনওয়াজ হুসেইন বলেন, কংগ্রেসের সবথেকে বড় দুর্ভাগ্য হল ওঁরা এখন ক্ষমতায় আসতে পারছে না, আর বিপক্ষে থেকেও লাগাতার কমজোর হয়ে পড়ছে। হুসেইন রাজস্থানের কংগ্রেসের সরকারকে কটাক্ষ করে বলেন, দুই বছর পূর্ণ হওয়ায় রাজ্য সরকার যেভাবে হলফ করে চারিদিকে হোডিং লাগাচ্ছে, সেটা না করে যদি সেই টাকায় উন্নয়ন মূলক কাজ করত, তাহলে মানুষের উপকার হত।

Baisakhi Dutta

সম্পর্কিত খবর