কয়েক কোটি টাকার ধাক্কা, আমূল বদলে যাচ্ছে মন্নত! বিশেষ অনুমতির জন্য আবেদন শাহরুখ-গৌরির

বাংলাহান্ট ডেস্ক : যেকোনো শাহরুখ ভক্তের কাছেই মন্নত (Mannat) এক দর্শনীয় স্থান। প্রতিদিন মুম্বইয়ের বাইরে থেকেও বহু অনুরাগী এসে ভিড় করেন মন্নতের সামনে। আর ইদ, শাহরুখের জন্মদিনের মতো বিশেষ দিনগুলিতে তো মন্নতের (Mannat) সামনে তিল ধারণেরও জায়গা থাকে না। অনেকে আবার শুধুই এই প্রাসাদোপম বাড়ির সৌন্দর্য দেখার জন্যও আসেন। আর এবার মন্নতকে নিয়েই এল এক বড় খবর।

বদলে যেতে চলেছে শাহরুখের মন্নত (Mannat)

বদলে যাচ্ছে মন্নত (Mannat)। দীর্ঘদিনের এই বাসস্থানে এবার বড়সড় পরিবর্তন ঘটাতে চলেছেন শাহরুখ গৌরি। আর সেই কারণেই নাকি বিশেষ অনুমতিরও দরকার পড়েছে তাঁদের। রিপোর্ট অনুযায়ী, মন্নতের (Mannat) কিছু রেনোভেশন করার সিদ্ধান্ত নিয়েছেন তারকা জুটি। আর তাঁদের পরিকল্পনা অনুযায়ী বড়সড় বদল হতে চলেছে এই অট্টালিকায়।

Shahrukh and gauri going to renovate mannat

কী পরিকল্পনা গৌরির: যেমনটা জানা যাচ্ছে, ইন্টিরিয়র ডিজাইনার গৌরি নাকি ঠিক করেছেন মন্নতে (Mannat) আরো দুটো ফ্লোর বাড়াবেন। সেই মতো গত নভেম্বরেই মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির কাছে অনুমতির জন্য আবেদনপত্রও জমা করেছেন গৌরি। ইতিমধ্যে এ বিষয়ে নাকি মিটিংও হয়েছে তাঁদের মধ্যে।

আরো পড়ুন : দুজনের মধ্যে অদ্ভূত মিল, শাহরুখকেই আপন ছেলের মতো ভালোবাসতেন নিঃসন্তান দিলীপ কুমার

দরকার পড়বে বিশেষ অনুমতির: জানা যাচ্ছে, মন্নতের (Mannat) বদল ঘটানো নাকি বেশ ঝক্কির কাজ হতে চলেছে শাহরুখ গৌরির কাছে। কারণ এই বাংলো তৈরি হয়েছিল ১৯১৪ সালে। এটি একটি হেরিটেজ প্রপার্টি। তাই এর রেনোভেশন করতে তারকা দম্পতিকে বেশ ঝামেলা পোহাতে হবে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, মোট ২০৯১.৩৮ বর্গমিটার জায়গা জুড়ে রয়েছে ছয় তলার মডার্ন বাংলো মন্নত (Mannat)। এই অট্টালিকার ভেতরে রয়েছে পাঁচটি বেডরুম, একটি প্রাইভেট থিয়েটার, একটি ফিটনেস হাব এবং সুইমিং পুলও।

আরো পড়ুন : সপরিবারে প্রধানমন্ত্রীর কাছে হাজির কাপুররা! কী চলছে রণবীর-করিনাদের বাড়ির অন্দরে?

ছয় তলা অট্টালিকাটি শাহরুখ কিনেছিলেন ২০০১ সালে। তখন অবশ্য এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। ২০০৫ সালে নাম বদলে নিজের বাসস্থানের নামকরণ করেন তিনি মন্নত। শাহরুখ গৌরি মন্নত কিনেছিলেন প্রায় ১৩.৩২ কোটি টাকায়। সময়ের সঙ্গে সঙ্গে দুই দশকেরও বেশি সময় পর এই বাংলোর দাম দাঁড়িয়েছে ৩০০ কোটি টাকা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর